বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার এক সময়ের ব্যস্ত নায়ক আমিন খান। রোমান্টিক, অ্যাকশনসহ বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে একজন ভার্সেটাইল অভিনেতা হিসেবে প্রমাণ করেছেন। বর্তমানে অভিনয়ে নিয়মিত নন। অনেকেই মনে করেন, শাকিল খানসহ কিছু নায়কের মত হয়ত আমিন খানও অভিনয় থেকে বিদায় নিয়েছেন। সেই ধারণা যে ভুল, সম্প্রতি সেটারই আভাস দিয়েছেন এই নায়ক।
সম্প্রতি একটি সাক্ষৎবাকে তিনি বলেন, ‘আমি তো অভিনয় ছেড়ে যাইনি। হয়তো সে রকম চরিত্র পাচ্ছি না বলে করা হচ্ছে না। আর এটা তো করপোরেট জব না যে ৯টা–৫টা রেগুলার করতে হবে। যখন তেমন চরিত্র পাব, তখন কাজ করব। আর ক্যারিয়ার তো সব সময় একরকম থাকবে না। কখনো কমবে, কখনো বাড়বে—এটা স্বাভাবিক। এটা অস্বীকার করার কোনো কারণ নেই।
দীর্ঘ ক্যারিয়ারে ১৯০ টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন আমি খান। এরমাঝে সিনেমা ইন্ডাষ্ট্রির নোংড়া রাজনীতি শিকার হয়েছিলেন এই অভিনেতা। সেসব বিষয় নিয়ে আফসোস করতে চান না তিনি। বর্তমানটা উপভোগ কারই তার কাছে শ্রেয় বলে মনে করেন তিনি।
আমি খান জানালেন, শুধু ক্যারিয়ার না, আমার কোনো বিষয় নিয়েই আফসোস নেই। আমি আফসোস করি না। কারণ, যেটা ঘটার, সেটা ঘটবে। আমি সব সময় চেষ্টা করি বর্তমান সময়কে উপভোগ করার। অতীতকে নিয়ে চিন্তা করলে বর্তমান সময়টা নষ্ট হবে। সামনে কী হবে, সেটা আমরা–আপনারা কেউ জানি না। তাই বর্তমানটাকে উপভোগ করাই আমার নীতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।