বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও পরিচালক এআর রহমান সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, তার কোনো বন্ধু নেই! মূলত যারা তার সঙ্গে কাজ করেন, তারাই তার বন্ধু। তবে আলাদা করে তার আর কোনো বন্ধু নেই।
এক সংবাদ সম্মেলনে এ শিল্পীকে প্রশ্ন করা হয়েছিল- কারা তার বন্ধু? উত্তরে তিনি বলেন, আমার আলাদা করে কোনো বন্ধু নেই। তবে যিনি আমার গাড়ি চালান, তিনি আমার সবচেয়ে কাছের বন্ধু। যারা আমার সঙ্গে কাজ করেন, তারাই আমার বন্ধু। অবশ্য আমার কোনো বন্ধুই চিরস্থায়ী নন।
এ আর রহমানের ভাষায়, ‘আসলে আমি কাউকেই বলি না চিরকাল আমার সঙ্গে থেকে যেতে। আমি সবসময় তাদের বলি, এগিয়ে যেতে। হয়ত সেই জন্যই এমন কেউ নেই, যাকে আমি আমার বন্ধু বলতে পারি।’
এর পরেই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংগীতশিল্পী বলেন, ‘আমার নিঃসঙ্গতা, আমার একাকীত্ব ও নির্জনতাই আমার বন্ধু।’
এ আর রহমান অনেক হিন্দি এবং দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন। এআর রহমানের অর্জনের মধ্যে রয়েছে: দুটি অস্কার, একটি বাফটা পুরস্কার, একটি গোল্ডেন গ্লোব, চারটি ন্যাশনাল ফিল্ম এওয়ার্ড এবং ১৩টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।
এ ছাড়া ২০০৪ সালে ‘টাইম্স ম্যাগাজিন’ তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করে। ২০০৯ সালে লন্ডনের ওয়ার্ল্ড মিউজিক ম্যাগাজিন তাকে ‘ভবিষ্যৎ পৃথিবীর মিউজিক আইকন’দের মধ্যে একজন বলে অভিহিত করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।