আমার কণ্ঠ পুরুষ ও নারীর মাঝামাঝি : পপ সম্রাজ্ঞী শের

পপ সম্রাজ্ঞী শের

বিনোদন ডেস্ক : পপ সাম্রাজ্যের দেবী হিসেবে পরিচিত মার্কিন পপ গায়িকা শেরের কণ্ঠের জাদুতে বুদ হয়ে থাকে গোটা বিশ্ব। অসংখ্য হিট গান দিয়েছেন এই কিংবদন্তি পপতারকা। বয়স ৭৭ পেরিয়ে এখনো পপ সাম্রাজ্যে প্রভাবশালী নাম শের। অথচ যে কণ্ঠের জাদুতে মুগ্ধ রাখেন ভক্তদের, নিজের সেই কণ্ঠই নাকি তার পছন্দ নয়! সম্প্রতি এমনটাই জানালেন শের।

পপ সম্রাজ্ঞী শের

ওয়েবসাইট ‘পেপার’কে দেওয়া একটি সাক্ষাৎকারে শের জানান, তিনি তার কণ্ঠের ভক্ত নন। তিনি দাবি করেন যে তার কণ্ঠ একজন নারী এবং একজন পুরুষের মাঝামাঝি।

শের বলেন, “এটি একজন পুরুষের মতো শোনাচ্ছে না, এটি একজন নারীর মতোও শোনাচ্ছে না। আমি এর মধ্যে কোথাও আছি।

আমার এই অদ্ভুত স্টাইল। আমি আরএস উচ্চারণ করি না। আমি অনুমান করি কিছু ব্যঞ্জনধ্বনি গাওয়া কঠিন, তাই আমাকে সেগুলি খোলা ছেড়ে দিতে হয়।” শের জানান, যদি তার নিজের কণ্ঠের বিচার করার দায়িত্ব তাকে দেওয়া হত তবে তিনি তার ভক্তদের মতো নিজেকে এতটা ভালোবাসা দিতেন না।

পপ সম্রাজ্ঞী আরো বলেন, ‘লোকেরা আমার কণ্ঠ পছন্দ করে বলে মনে হচ্ছে এবং আমি খুশি। আমি আমার মায়ের কণ্ঠ পেয়েছি। এটি অবশ্যই আমার মায়ের ভয়েস। আমার মায়ের কণ্ঠ নরম, আমার তীক্ষ্ণ। এটুকুই ভিন্ন, কিন্তু একই কণ্ঠ দুজনের।

এর আগে এন্টারটেইনমেন্ট টুনাইটের সঙ্গে একটি সাক্ষাৎকারেও শের বলেছিলেন, তিনি এই কণ্ঠে গান গাইতে পছন্দ করেন না। তার কণ্ঠ মোটেও তার পছন্দের নয়।

রণবীরের সঙ্গে সম্পর্ক কেন টেকেনি, জানালেন আনুশকা

একজন পপতারকা হিসেবে দীর্ঘ ৬ দশকের সংগীত ক্যারিয়ার শেরের। ফোক রক গানে তিনি যুগান্তকারী শিল্পী হিসেবে খ্যাত। তিনি ১৯৯৮ সালে তার একক ‘বিলিভ’-এর জন্য একটি গ্র্যামি পুরস্কার এবং একটি বিলবোর্ড সংগীত পুরস্কার জিতেছেন। এছাড়াও একটি এমি পুরস্কার সহ অসংখ্য পুরস্কার রয়েছে এই গায়িকার ঝুলিতে। অভিনেত্রী হিসেবেও খ্যাতির চূড়ায় শের। তিনি নরম্যান জেভিসনের ১৯৮৭ সালের রোমান্টিক কমেডি ‘মুনস্ট্রাক’-এর জন্য সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জয় করেন। মাস্ক, সাসপেক্ট, চা উইথ মুসোলিনি সহ অনেক চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন শের। সাম্প্রতিক সময়ে ওল পার্কারের মিউজিক্যাল রোমান্টিক কমেডি ‘মাম্মা মিয়া’তে মেরিল স্ট্রিপের মায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন শের।