বিনোদন ডেস্ক : গত শনিবার মুম্বাইয়ের একটি শুটিং সেটের মেকআপ রুম থেকে হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তুনিশার প্রাক্তন প্রেমিক-সহশিল্পী শেজান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মেয়ের মৃত্যুর পরই তুনিশা শর্মার মা বনিতা শর্মা শেজান খানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। সম্প্রতি শেহজানের সঙ্গে তুনিশার প্রেম ভেঙে যায়। আর এ কারণে তুনিশা এই চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে বলে দাবি বনিতা শর্মার। পরে আইপিসির ৩০৬ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে শেজান খানকে।
এ বিষয়ে ইন্ডিয়া টুডের সঙ্গে আলাপকালে বিস্ফোরক মন্তব্য করলেন তুনিশার মা বনিতা শর্মা। তার ভাষায়— ‘আগে থেকেই শেজান খান অন্য এক মেয়ের সঙ্গে সম্পর্কে ছিল; তারপরও তুনিশাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় সে। ৩-৪ মাস শেজান খান আমার মেয়েকে শুধু ব্যবহার করেছে। আর তারপর তুনিশার সঙ্গে সম্পর্ক ভেঙে দেয়। আমি আমার সন্তানকে হারিয়েছি। আমি এই প্রতারকের শাস্তি চাই।’
শেজান খানের সঙ্গে সম্পর্ক ভাঙার পর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তুনিশাকে। তা উল্লেখ করে বনিতা শর্মা বলেন, ‘শেজান খানের সঙ্গে সম্পর্কে থাকাকালীন খুবই আনন্দিত ছিল তুনিশা। কিন্তু শেজানের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলে প্যানিক অ্যাটাকের শিকার হয় তুনিশা। তারপর তুনিশাকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা তুনিশার প্রতি বাড়তি যত্ন নিতে বলেন। পাশাপাশি এও বলেন, যাতে কোনোরকম স্ট্রেস তুনিশার ওপর না পড়ে।’
জানা যায়, তুনিশা তার সহশিল্পী শেজান খানের মেকআপ রুমে আত্মহত্যা করেন। শুটিংয়ের পর শেজান মেকআপ রুমে যাওয়ার পর দরজা বন্ধ থাকায় বেশ কয়েকবার চিৎকার করে তুনিশাকে ডাকেন। এরপর মেকআপ রুমের দরজা ভেঙে গলায় ফাঁস লাগানো অবস্থায় তুনিশাকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শুধু ছোট পর্দা নয়, তুনিশা বলিউড সিনেমায়ও অভিনয় করেছেন। বিশেষ করে ক্যাটরিনা কাইফের সঙ্গে তার চেহারার মিল থাকায় ক্যাটরিনা অভিনীত একাধিক সিনেমায় তার ছোটবেলার চরিত্রে অভিনয় করেন তুনিশা। ‘ফিতুর’, ‘বার বার দেখো’ সিনেমায় ক্যাটরিনা কাইফের ছোটবেলার চরিত্রে দেখা গেছে তাকে। সালমান খানের ‘দাবাং-থ্রি’ এবং বিদ্যা বালানের ‘কাহানি টু’ সিনেমায়ও অভিনয় করেন তুনিশা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।