বিনোদন ডেস্ক : পৃথিবীতে প্রতিটি সন্তানের কাছে সবচেয়ে আপন তার মা। সন্তানদেরকে সঠিক মানুষ হিসেবে গড়ে তোলা এবং তাদের স্বপ্নপূরণের নিরলস প্রচেষ্টায় সবসময় পাশে থাকেন মা। রবিবার (১৪ মে) সন্ধ্যায় এক জমকালো আয়োজনে ‘আরটিভি স্বপ্নজয়ী মা সন্মাননা ২০২৩’ তুলে দেওয়া হয় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীর মা জেসমিন আক্তারের হাতে। অনুষ্ঠান শেষে গণমাধ্যমে মাকে নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।
অভিনেত্রী বলেন, আজকে তো আসলে অনেক ইমোশনালি একটা ব্যাপার। কারণ, মা শব্দটা আমার কাছে অনেক আবেগের জায়গা। সেখান থেকে এরকম চমৎকার একটি আয়োজনে এসে মনে হচ্ছে, আবেগ, ভালোবাসা, আনন্দ সব মিলিয়ে একাকার অবস্থা।
বুবলী বলেন, আমার মা সবকিছুতেই ইমোশনাল হয়ে যায়। আমি সবসময় বলি, আমার মা হচ্ছে আমার অক্সিজেন। আমার কাছে মনে হয়, আমি তাকে ছাড়া নিশ্বাস নিতে পারি না। সেই জায়গা থেকে আমার কাছে মা শব্দটা অনেক বিশাল কিছু। যদিও শব্দটা ছোট, কিন্তু এটার ব্যাপ্তিটা তো অনেক বড়।
অভিনেত্রী আরও জানান, আম্মুর সাথে প্রতিনিয়তই অনেক হয়। হয়ত কাজের ব্যস্ততা থাকে। আমি নিজেও তো এখন মা, সেই জায়গা থেকে বীরের সঙ্গে যেমন খুনসুটি হয়, আম্মুর সঙ্গেও হয়। ছোট বেলায় খুব শান্ত ছিলাম। শেহজাদের বয়স এখন প্রায় তিন বছর পেরিয়ে গেছে।
আমার মা সবসময় বলে, আমার মেয়ে তো শান্ত ছিল, কিন্তু নাতি কীভাবে এতো দুযানা ছোট বেলার কথা স্মরণ করে বুবলী বলেন, ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে আম্মুর সঙ্গে। সে সময় আমাকে আদর করে মোহাম্মদ এবং ভুবন নামে ডাকতো। আম্মু ভীষণ আদর করতো আমাকে। আমার বোনরাও বলে সবসময় মা হয়তো তার ছোট মেয়েকেই বেশি ভালোবাসে। তবে শাসনও করতেন অনেক আমাকে। বিশেষ করে পড়াশোনার বিষয়ে খুবই স্ট্রিট ছিলেন।
শ্রীদেবীর বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়েছিলেন, সুযোগ নিয়েছিলেন বনি
অভিনেত্রীর মা জেসমিন আক্তার বলেন, আমার মেয়ে সবসময় কাজের প্রতি অনেক সিরিয়াস থাকে। লেখাপড়ায়, যখন নিউজ পড়েছে তখনও। এখন চলচ্চিত্রে আছে এখানেও ভীষণ সিরিয়াস। আর এখন তাকে আরেকটি কথা বলতে চাই, আমার নাতির প্রতি যেন সে যত্নশীল থাকে। সেই সঙ্গে তার নিজের প্রতিও। আগে সে বেঁচে থাকবে, পরে তার সন্তান এটাই আমার এখন চাওয়া-পাওয়া। আমার নাতির জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।