জুমবাংলা ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দীন কাদের চৌধুরী বলেছেন, যে ট্রাইব্যুনালে আমার ভাইকে (সালাউদ্দীন কাদের চৌধুরী) জুডিশিয়াল কিলিং করা হয়েছিল, সে ট্রাইব্যুনালে পলাতক শেখ হাসিনার বিচার হচ্ছে। আওয়ামী লীগ মানে ভারত, ভারত মানে আওয়ামী লীগ। দিল্লি সুপরিকল্পিতভাবে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। আমার মনে হয় শেখ হাসিনার কবরস্থানও হবে ভারতে।
শনিবার রাউজানের ডাবুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গিয়াসউদ্দীন কাদের চৌধুরী বলেন, রাউজানে কেউ হানা দিলে তাকে বেঁধে রাখতে হবে। কোথাও বিএনপি এবং আমার নাম বিক্রি করে কিছু করতে পারবে না। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। তারেক রহমানের ৩১ দফা প্রস্তাব বাস্তববাদী। এটার মাধ্যমে দেশ এগিয়ে যাবে। এ নিয়ে প্রতিটি ইউনিয়নে লিফলেট বিতরণ করা হবে।
সিলেট-সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্যের চালান জব্দ
সমাবেশে আরও বক্তব্য রাখেন নুরুল হুদা চেয়ারম্যান, ফিরোজ আহম্মেদ মেম্বার, জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, সাবেক চেয়ারম্যান দিদারুল আলম, প্রবাসী বিএনপি নেতা হাজী জসিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা ইউসুফ তালুকদার, ওহিদুল আকবর রোমান, আজিজুল হক, জেলা যুবদলের মোজাম্মেল হক, ইকবাল চৌধুরী, উপজেলা যুবদল নেতা জানে আলম, সৈয়দ তৌহিদুল আলম, শহীদ চৌধুরী, কামাল মিয়া, কাজী মো. বাদশা, জেলা ছাত্রদল নেতা তসলিম উদ্দিন, জেলা ছাত্রদলের নেতা ছোটন আজম, আরিফুল ইসলাম, শাহাদাত মীর্জা, শাজাহান সাহিল, সাইফুদ্দিন রবিন, মো. আলমগীর ও জাহাঙ্গীর আলম মাইকেল প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।