বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত সিনেমা ‘মেন্টাল’। ২০১৬ সালের ৭ জুলাই মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় শাকিবের বিপরীতে ছিলেন নুসরাত ইমরোজ তিশা। শামীম আহমেদ রনির পরিচালনায় এতে থাকা জনপ্রিয় গানগুলোর একটি ‘আমার মতন কে আছে বলো, ভাসবে তোমায় এতো ভালো’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার সংগীতশিল্পী আকাশ সেন। সুর-সংগীতও তারই। গানটি আজও মানুষের মুখে মুখে।
রোমান্টিক এই গানের মতো করেই জীবন সাজাতে পারতেন চিত্রনায়ক শাকিব খান! এক নারীর ভালোবাসাতেই বাঁধা থাকত তার সারা জীবন। আর একজন শীর্ষ নায়কের চরিত্র এমনটাই হওয়া উচিৎ। কারণ প্রিয় শিল্পীদেরকে অনেকেই আইডল মানেন ও তাদের অনুসরণ করে ভক্ত-দর্শকরা সাজিয়ে থাকে তাদের জীবন। এমনটা মনে করে চলচ্চিত্রের গুণী মানুষজনও।
যা নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন গুণী তারকাশিল্পী দেলোয়ার জাহান ঝন্টু, কাজী হায়াতসহ অনেকেই। তাদের কথায়, ‘একজন তারকাশিল্পীকে অনেক হিসাব কষে চলতে হয়। কারণ তাদের ফলো করে অনেকে। আর একজন শিল্পী একটি দেশের অনেক বড় সম্পদ। যিনি বিশ্বের কাছে নিজ দেশ ও দেশের সংস্কৃতি তুলে ধরেন। তিনি দেশের একজন শুভেচ্ছাদূতও বলা যায়। কিন্তু আমাদের দেশের শিল্পীরা হয়তো সেসব কথা ভুলে যায়। আর শাকিবকে নিয়ে গেল কয়েক বছর যা হয়েছে, তা ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের মনে হয়, তার কোথাও সমস্যা আছে। না হলে সে এমন করছে কেন?’
বিগত কয়েক বছর ধরে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শাকিব খানকে নিয়ে কম আলোচনা-সমালোচনায় হয়নি। এর মধ্যে বেশির ভাগই ছিল ‘নারী’ কেন্দ্রীক! আর তার গোপন রাখার বিষয়টি যেন আজও অজানা এক রহস্য। শাকিব-অপুর বিয়ে ও সন্তানের খবর আবার শাকিব-বুবলীর বিয়ে ও সন্তানের খবর আড়াল রাখার কথা সবারই জানা। তারপর মনে হয় এখনও আড়ালে আছে অনেক কিছু! মনে হচ্ছে, প্রিয় মানুষকে হারিয়ে এলোমেলো হয়ে গেছেন শাকিব খান!
গেল বছর শেষদিকে যখন শাকিব-পূজার ‘প্রেম প্রেম খেলার’ খবরটি প্রকাশ্যে আসে, তখনই অভিযোগ ওঠে অস্ট্রেলিয়া প্রবাসী এক নারী প্রযোজককে ধর্ষণ করেন শাকিব খান। সেই নারীর নাম অ্যানি সাবমেরিন। ওই ঘটনায় শাকিবের বিরুদ্ধে অভিযোগ করা হয় অস্ট্রেলিয়ার পুলিশের কাছে। শাকিব-পূজার ইস্যুতে প্রকাশ্যে আসা ঘটনাটি। কিন্তু সেসময় তথ্য-প্রমাণ না থাকায় সেটি আড়াল হয়ে যায়। অবশেষে আড়ালে থাকা সেই সংবাদটি তথ্য-প্রমাণ নিয়ে প্রকাশ্যে আসে গতকাল বুধবার বিকেলে।
গতকাল শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ, মিথ্যা আশ্বাস, শিডিউল ফাঁসানো ও ধর্ষণের মতো গুরুতর লিখিত অভিযোগ করেন প্রযোজক রহমত উল্লাহ। এই প্রযোজক জানান, অস্ট্রেলিয়া ‘নারী কেলেঙ্কারি’র ঘটনাটি ঘটেছে তার ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ে। লিখিত অভিযোগে সেই নারীর প্রসঙ্গও টেনেন এই প্রযোজক। জানান, এ নিয়ে অস্ট্রেলিয়ায় শাকিব খানের নামে মামলাও করা হয়। যার নম্বর: ই-৬২৪৯৪৯৫৯। আর এই ঘটনাটি ঘটেছিল ২০১৭ সালে। পরবর্তীতে ওই নারী মান-সম্মানের ভয়ে চুপ হয়ে যান।
এদিকে, চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়ানো এক সময়ের এবং এই সময়ের নায়কের মধ্যে এখনও পর্যন্ত এতো ‘নারী কেলেঙ্কারি’র ঘটনা ঘটেনি বলে অনেকেই মত দিয়েছেন। তাদের কথায়, সিনেমার সোনালী সময়ের অনেকে তারকাশিল্পীরা সম্মানের সঙ্গেই কাজ করে গেছেন। শুধু সেই সময়ের কথাই না, এই সময়ের তারকাদেরও এতে ‘কেলেঙ্কারি’র ঘটনা নেই!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।