বিনোদন ডেস্ক : হালের আলোচিত নায়িকা পূজা চেরি। গেল ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘সাইকো’। মুক্তির পর থেকেই আলোচনায় ছিলেন তিনি। এবার ২০ সেপ্টেম্বর প্রকাশ পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘হৃদিতা’র ট্রেলার। আনিসুল হকের গল্পে সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করেছেন, ইস্পাহানি আরিফ জাহান। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
তবে সিনেমাটির ট্রেলারে একটি দৃশ্যে বিবস্ত্র অবস্থায় দেখা যায় পূজা চেরিকে। ক্যানভাসে তুলির আঁচড়ে পূজার নগ্ন শরীরের ছবি আঁকতে দেখা যায় তার প্রেমিক চরিত্রে রূপদানকারী এ বি এম সুমনকে।
ক্যামেরায় পূজা বেশ সাবলীলভাবে ধরা দিলেও, এমন বেশে তাকে মেনে নিতে পারেননি নেটিজেনরা। ফলে দৃশ্যটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল সমালোচনা। তোপের মুখে ইতোমধ্যে ট্রেলার থেকে পূজার আপত্তিকর দৃশ্যটি বাদ দেওয়া হয়েছে।
এদিকে সোমবার ২৬ সেপ্টেম্বর ‘হৃদিতা’ সিনেমার গান উন্মোচন অনুষ্ঠানে সাংবাদকিদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন।
সেখানে তিনি বলেন, যদি ‘হৃদিতা’ নিয়ে প্রথমেই বলতে যাই, তাহলে বলতে হচ্ছে আমি আসলে ভালো গল্পে লোভী। ভালো গল্প যদি শুনি, তাহলে আর লোভ সামলাতে পারি না। তাই প্রথম লোভ হচ্ছে আমার আনিসুল হক স্যার।
বিতর্কিত দৃশ্য নিয়ে তিনি বলেন, আমরা আসলে খুব অল্পতেই বিচার করে ফেলি। যেটা আসলে করা উচিত না। একটা ২ ঘণ্টা কিংবা আড়াই ঘণ্টার সিনেমার ট্রেলার দেখে বিশ্লেষণ করে ফেলি। এটা আসলে কোনোভাবেই কাম্য না। আপনার আগে সিনেমাটা দেখুন, তারপর না হয় বিচার করুন।
দৃশ্যটি ট্রেলার থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, সত্যি বলতে আমরা শুটিংয়ের আগ থেকে সিনেমা মুক্তি পর্যন্ত দর্শকের জন্যই কাজ করি। তাই তাদের ইচ্ছাতে সেই অংশটুকু বাদ দেওয়ার চেষ্টা করেছি। বাকিটুকু আসলে সিনেমার মুক্তির পরই বুঝতে পারব।
এই সিনেমায় অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, একজন শিল্পীর কাছে তো নিজের সিনেমা বরাবরই ভালো। নিজের জীবনের সঙ্গে অনেক সময় মিল পাই সিনেমায়। আবার অনেক সময় কাল্পনিক কিছু তৈরি করা হয়। তাই সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এই সিনেমা অনেকটাই স্পেশাল।
এ ছাড়া পূজা সিনেমার নানা দিক নিয়ে কথা বলেন।
প্রসঙ্গত, ৭ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘হৃদিতা’। কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে একই নামে সিনেমাটি নির্মাণ করেছেন যুগল নির্মাতা ইস্পাহানি আরিফ জাহান। ২০১৯-২০ অর্থ বছরে ৫৫ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া সিনেমাটিতে পূজার নায়ক এ বি এম সুমন। এতে আরও অভিনয় করছেন মানস বন্দ্যোপাধ্যায়, সাবেরী আলম, আরজুমান আরা প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।