আলোর উৎসব দীপাবলিতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিলেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী ও অভিনেত্রী প্রিয়া মালিক। সোমবার (২০ অক্টোবর) রাতে পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপনের সময়ে তার শরীরে আগুন ধরে যায়। শরীরের কিছু অংশ পুড়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
এ নিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন প্রিয়া মালিক। তাতে এই অভিনেত্রী বলেন, “আমি আমার প্রতিবেশীদের সঙ্গে ছবি তুলছিলাম, হঠাৎ দেখি আমার ডান কাঁধ থেকে আগুনের শিখা উঠছে। তখন বুঝতে পারি, আমার পুরো পিঠে আগুন লেগে গেছে। আমি সর্বগ্রাসী আগুনের কথা বলছি, এটা ছোটখাটো কোনো আগুন ছিল না।”
পরের ঘটনা বর্ণনা করে প্রিয়া মালিক বলেন, “সৌভাগ্যক্রমে আমার বাবা আগুনে জ্বলতে থাকা আমার পরনের জামাকাপড় ছিঁড়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা থেকে বেঁচে যাই। এটাই ছিল একমাত্র উপায়। এই ঘটনার ফলে আমি ও আমার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছি।”
উদ্বেগ প্রকাশ করে প্রিয়া মালিক বলেন, “আমরা সবাই আগুনের নিরাপত্তা নিয়ে কথা বলি। কিন্তু মনে করি, এমন কিছু আমাদের সঙ্গে ঘটবে না। গত রাতের পর আমি বুঝলাম, মাত্র একটা অসাবধনতার কারণে মুহূর্তে জীবন চলে যেতে পারত। শরীরে আগুন ছড়িয়ে পড়লে পালানোর কোনো উপায় থাকে না।”
প্রিয়ার পিঠ, কাঁধ, চুল ও আঙুল হালকা পুড়েছে। এ তথ্য উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, “আমি জানি না কীভাবে আরো বড় ক্ষতি ছাড়াই বেঁচে গেলাম। এই দুর্ঘটনা হয়তো আমাকে দীপাবলি থেকে চিরদিনের জন্য দূরে সরিয়ে দেবে। ঈশ্বরকে ধন্যবাদ, আমার বাচ্চা তখন আমার কোলে ছিল না।”
“আমি হয়তো আগামী বছর আবার দীপাবলি উদযাপন করব। কিন্তু এটা আমার জীবনে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হয়ে থাকবে। দয়া করে সবাই এমন সময়ে সাবধান থাকুন।” বলেন প্রিয়া।
প্রিয়া মালিক ব্যক্তিগত জীবনে করণ বক্সির সঙ্গে ঘর বেঁধেছেন। ২০২২ সালে দিল্লি একটি গুরুদ্বারে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ২০২৪ সালের ৩১ মার্চ, তাদের ঘর আলো করে জন্ম নেয় একটি পুত্রসন্তান, যার নাম রেখেছেন জোরাবার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।