আমার রানী দ্যুতি ছড়িয়েছে : শাহরুখ খান

শাহরুখ খান ও রানী মুখার্জি

বিনোদন ডেস্ক : বলিউডের তারকা অভিনয়শিল্পী শাহরুখ খান ও রানী মুখার্জি। ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমায় তাদের অভিনয় দর্শক মনে এখনো অমলিন। শুক্রবার (১৭ মার্চ) মুক্তি পেয়েছে রানী মুখার্জির নতুন সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। এটি পরিচালনা করেছেন অসীমা ছিব্বার।

শাহরুখ খান ও রানী মুখার্জি

মুক্তির আগে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন নির্মাতারা। যশরাজ স্টুডিওতে আয়োজিত বিশেষ এই প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন বলিউডের একঝাঁক তারকা। মুক্তির আগে সিনেমাটি দেখেছেন রানীর বন্ধু-বলিউড বাদশা শাহরুখ খান। সিনেমাটি দেখে রানীর ভূয়সী প্রশংসা করেছেন এই নায়ক।

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে এ সিনেমা নিয়ে একটি টুইট করেন শাহরুখ খান। তাতে তিনি লিখেন— ‘‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার পুরো টিম প্রচন্ড পরিশ্রম করেছেন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আমার রানী দ্যুতি ছড়িয়েছে; যা কেবল একজন রানি করতে পারেন।’’

সাগরিকা ভট্টাচার্যর জীবন নিয়ে নির্মিত হয়েছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমা। সাগরিকা ২০১২ সালে নরওয়ে সরকারের বিরুদ্ধে নিজের সন্তানের হেফাজত নিয়ে আইনি লড়াই করে আলোচনায় উঠে আসেন। সাগরিকার লেখা বই অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি।

র‌্যাবের গাড়িকে যাত্রীবাহী ভেবে ডাকাতি করতে গিয়ে ধরা

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় সাগরিকার চরিত্রের নাম দেবিকা। আর এই চরিত্রে অভিনয় করেছেন রানী। এ সিনেমায় রানীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা অনিবার্ণ ভট্টাচার্য। এ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখলেন তিনি।