বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : গত সপ্তাহে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon-এ Great Indian Republic Day Sale শুরু হয়েছে। যেখানে গ্রাহকেরা বাম্পার ডিসকাউন্টে একাধিক প্রোডাক্ট কেনার সুযোগ পাচ্ছেন। এই সময়ে ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স সহ বিভিন্ন ধরনের ফোন পাওয়া যাচ্ছে ভীষণ সস্তায়। আর আপনি যদি দীর্ঘদিন ধরে কম দামের ফোনের খোঁজ করে থাকেন তাহলে এই সেল থেকে কিনতে পারেন Nokia ব্র্যান্ডের তিনটি মডেল। যেগুলি এখন বিশেষ ছাড়সহ Amazon-এ উপলব্ধ।
প্রসঙ্গত, স্মার্টফোনের যুগে অনেক মানুষই সেকেন্ডারি ফোন হিসেবে একটি ফিচার ফোন ব্যবহার করতে চান। সেক্ষেত্রে নোকিয়ার এই ডিভাইসগুলি একদম উপযুক্ত। যাতে আছে কিপ্যাড থেকে শুরু করে ইউপিআই পেমেন্টের মতন স্মার্ট ফিচার। তাই, এই ধরনের স্মার্ট ফিচার ফোন কিনতে চাইলে নির্দ্বিধায় বেছে নিতে পারেন নোকিয়ার এই তিনটি ডিভাইসের মধ্যে যেকোনো একটি।
Nokia 106
এই ডিভাইসে আছে এমপি৩ প্লেয়ার, ওয়্যারলেস রেডিও, বিল ইন গেম-এর মত বিশেষ বিশেষ ফিচার। আবার, একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড-এর মাধ্যমে ফোনের স্টোরেজ বাড়ানোও যেতে পারে। এছাড়া, এই ফোনের সাহায্যে ইউপিআই পেমেন্টও করা যাবে। উল্লেখ্য, ডিভাইসটি এখন লাল, সবুজ, চারকোল এবং নীল রঙে উপলব্ধ।
Nokia All-New 105 Dual Sim
নোকিয়ার এই ডিভাইসটির মাধ্যমেও অনলাইন পেমেন্ট করা যাবে। এছাড়াও, এই কিপ্যাড ফোনে রয়েছে ওয়্যারলেস এফএম রেডিও সাপোর্ট এবং ডুয়েল ৪জি সিম সাপোর্ট। উল্লেখ্য, ডিভাইসটি এই মুহূর্তে চারকোল, সায়ান এবং লাল রঙের অপশনে উপলব্ধ। আর এটি ১৫ শতাংশ ছাড়ের পর ১,৪৪৯ টাকায় অ্যামাজন সেলে বিক্রি করা হচ্ছে।
Nokia 110
নোকিয়ার এই মডেলে বিল্ড-ইন ইউপিআই অ্যাপের সাথে ‘স্ক্যান অ্যান্ড পে’ অপশন দেওয়া হয়েছে। এছাড়াও, এতে এমপি৩ প্লেয়ার, রিয়ার ক্যামেরা, দীর্ঘ ব্যাটারি এবং ভয়েস রেকর্ডার-এর মত ফিচারগুলিও উপস্থিত। আর এই ফোনটি এখন কালো, নীল এবং চারকোলের মত রঙে পাওয়া যাচ্ছে। হ্যান্ডসেটটি রিপাবলিক ডে সেল উপলক্ষে অ্যামাজন ২৯ শতাংশ ছাড় সহ ১,৪৯৯ টাকায় তালিকাভুক্ত করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।