আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের দশ ধনীতমের তালিকায় ভারতের দুই শিল্পপতি। একজন মুকেশ আম্বানি এবং অপরজন গৌতম আদানি। সম্প্রতি গৌতম আদানি এশিয়ার বৃহত্তম ধনকুবেরের মুকুট ছিনিয়ে নিয়েছেন। তার আগে এটি ছিল মুকেশ আম্বানির দখলে।
সোমবার, গৌতম আদানির সম্পদে মোট ৭.৩ বিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি পেয়েছে। একই সময়ে আম্বানির মোট সম্পদ বেড়েছে ১.১ বিলিয়ন।
ইলন মাস্ক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন। তাঁর সম্পদ ১১.৯ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে।
সোমবার আদানি গ্রুপের শেয়ার ১৬% বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে আদানি গ্রিনের শেয়ার। এনএসইতে আদানি গ্রিন এনার্জির শেয়ার ১৫.৭৭% বেড়ে ২,২২৪ টাকা হয়েছে। অন্যদিকে আদানি টোটাল গ্যাসের শেয়ার ইন্ট্রাডেতে ৯% পর্যন্ত বেড়েছে। বিএসইতে ৫২ সপ্তাহের সর্বোচ্চ ২,৭৭৫.৮৫ টাকায় পৌঁছেছে।
গৌতম আদানি বিলিয়নেয়ারদের তালিকায় মুকেশ আম্বানিকে ছাড়িয়ে যেতে পারেন। কিন্তু, মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অর্থাৎ, RIL এখনও বাজার মূলধনের হিসাবে থেকে ভারতের সবচেয়ে মূল্যবান কোম্পানি। সোমবারের হিসাব অনুযায়ী রিলায়েন্সের মোট বাজার মূলধন ১৯ লক্ষ কোটি টাকা। যদিও বর্তমানে মূলধন ১৯ লক্ষ কোটি টাকার কম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।