আম্বানির ঘরের পরিচারিকা থেকে আজ অভিনেত্রী, এই নায়িকার আসল পরিচয়

আম্বানি

বিনোদন ডেস্ক : বলিউডের ‘ড্রামা কুইন ‘ হিসেবে পরিচিত রাখি সাওয়ান্ত। কেউ স্থির থাকে আর ভাগ্য যদি সহায় থাকে তাহলে সফলতা একদিন আসবেই। এই কথা আরো একবার প্রমান করে দিয়েছেন বলিউডের এই বিতর্কিত অভিনেত্রী। বিতর্ক এবং সমালোচনা তাঁকে যেন পিছু ছাড়তে চায় না।

আম্বানি

ভাগ্য যদি মানুষের সাথে সহায় থাকে তাহলে সেই মানুষ ঠিক সফলতার আলো দেখতেই পাবে। এ কথা আরো একবার প্রমান করে দিয়েছেন রাখি সাওয়ান্ত। একটা সময় মুকেশ আম্বানির পরিবারেই পরিচারিকার কাজ করেছিলেন তিনি। আর আজ সেই মেয়ে নিজের অভিনয় এবং নৃত্য শৈলী দিয়ে অজস্র ভারতবাসীর মন জয় করে নিয়েছেন।

১০ বছরের ছোট্ট মেয়ে রাখি সাওয়ান্তের জার্নিটা খুব সহজ ছিল না। অত্যন্ত সাধারণ এবং গরীব পরিবার থেকেই তিনি উঠে এসেছেন। তাঁর মা ছিলেন হাসপাতালের একজন পরিচালিকা এবং বাবা পুলিশ কনস্টেবল। অত্যন্ত রক্ষণশীল পরিবার থেকেই তিনি উঠে আসেন। তবে ছোটবেলা থেকেই নাচতে খুব ভালোবাসতেন। কিন্তু তাঁর পরিবার কখনো তাঁকে নাচ করার জন্য অনুমতি দেননি।

এমনকি তাঁর কাকা তাঁর চুল কেটে দিয়েছিলেন যাতে তিনি কোন নাচে অংশগ্রহণ করতে না পারেন। কিন্তু রাখী সাওয়ান্ত কখনো নিজের স্বপ্নকে মরে যেতে দেননি। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন বলিউডে কাজ করবেন বলে। কিন্তু বলিউডে কাজ পাওয়াটা এতটা সহজ ছিল না। দশ বছর বয়সেই মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানি এবং টিনা মুনিম এর বিয়ের সময় তিনি মাত্র ৫০ টাকার বিনিময়ে খাবার পরিবেশনের কাজ করেছিলেন।

কিন্তু এত কিছুর পরও তিনি কখনোই হাল ছাড়েননি।প্রথমদিকে বলিউডে ছোটখাটো আইটেম গানে তিনি নাচতেন। এছাড়া ছোটখাটো চরিত্রে তিনি অভিনয় করেছেন। পরবর্তীকালে সুপারস্টার শাহরুখ খানের ‘ম্যায় হু না’ ছবিতে চুম্বন দৃশ্যে অভিনয় করে তিনি লাইম লাইটে আসেন।

এছাড়াও ‘নাচ বালিয়ে’তে মিকা সিং এর সাথে প্রকাশ্যে চুম্বন এর ঘটনা তাঁকে তুমুল জনপ্রিয়তা দিয়েছিল। এই ঘটনা তাঁর ব্যক্তিগত জীবন তোলপাড় করে দিয়েছে। পরবর্তীকালে ‘রাখি সাওয়ান্ত কা স্বয়ংবর’, ‘বিগ বস সিজন ১৪’ ইত্যাদি রিয়্যালিটি শোতে অংশগ্রহণ করে তিনি তুমুলভাবে সমালোচিত হয়েছেন। হিন্দি ছাড়াও তেলেগু, মারাঠি, তামিল, কন্নর ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেছেন। এক কথায় বলতে গেলে বলিউডে বিতর্ককে সঙ্গে করে নিয়ে তিনি পথ চলেছেন। হয়তো এই বিতর্কের জন্যই তাঁর এত জনপ্রিয়তা।

তাঁর আসল নাম নিরু ভেদা। পরবর্তীতে বলিউডে পা দিয়ে তিনি তাঁর নিজের নাম পরিবর্তন করেছেন। আমেরিকার নিবাসি রীতেশকে তিনি বিবাহ করেছেন। কিন্তু দীপক কালারের সাথে লাইভ ফুলশয্যা করে তিনি চরম বিতর্কিত হয়েছেন। পরবর্তীকালে বিগ বসের প্রতিযোগী ইলেশ পারুজনওয়ালার সাথে তাঁর সম্পর্ক তৈরি হয়। পরবর্তীকালে তাঁদের সম্পর্ক অতি তাড়াতাড়ি ভেঙে যায়। এক সাক্ষাৎকারে রাখি বলেছিলেন শুধুমাত্র টাকার জন্যই তিনি এই এনগেজমেন্ট করেছেন। এক কথায় বলতে গেলে তাঁর ব্যক্তিগত জীবনে বারবার বিতর্ক এসেছে।

শাহজালালে চালু হলো ই-গেট, ১৮ সেকেন্ডেই ইমিগ্রেশন

২০১৪ সালে তিনি রাষ্ট্রীয় আমজনতা পার্টির হয়ে লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য এখানে তিনি হেরে যান। পরবর্তীকালে তিনি আর পি আই তে যোগ দিয়েছিলেন এবং এই দল থেকে তাঁকে রাজ্যের ভাইস-প্রেসিডেন্ট ও হয়েছিলেন।