আম্বানি পরিবারে আবারও খুশির খবর

আম্বানি

আন্তর্জাতিক ডেস্ক : দেশ এবং বিশ্বের অন্যতম শিল্পপতি মুকেশ আম্বানির পরিবারে খুশির খবর। ফের দাদু হতে চলেছেন মুকেশ আম্বানি। সম্প্রতি সেই রকমই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং সেই ছবিকে ঘিরে নানান কৌতুহল জন্মাতে শুরু করেছে। যদিও মুকেশ আম্বানি যে এই প্রথম দাদু হচ্ছেন তা নয়।

আম্বানি

গতবছর মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানি জমজ সন্তানের জন্ম দেন। তোমার সন্তানের জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে একসঙ্গে দুই নাতি পান মুকেশ আম্বানি। তবে এর আগেও আম্বানির পরিবারের ছোট ছেলে আকাশ আম্বানি এবং শ্লোকার দৌলতে দাদু হয়েছিলেন মুকেশ আম্বানি। এবার আকাশ ও শোলাঙ্কার কোলেই আসতে চলেছে নতুন সদস্য।

আম্বানি পরিবারের ছোট ছেলে আকাশ আম্বানির সঙ্গে ২০১৯ সালে গাঁটছড়া বাঁধেন শ্লোকা। এরপর এক বছরের মধ্যে তাদের প্রথম সন্তান পৃথ্বী জন্মগ্রহণ করে। তার বয়স এখন দু’বছর। তবে তাদের কোলেই আবার নতুন সদস্য আসতে চলেছে। সম্প্রতি নতুন সদস্য আসার খবর মিলেছে ভাইরাল হওয়া ছবি থেকেই। যে ছবিতে শ্লোকা আম্বানির বেবি বাম্প স্পষ্ট।

গভীর বন্ধুত্ব থেকে তিক্ততা, এবার অনন্যাকে চিনতেই পারলেন না আরিয়ান

সম্প্রতি মুম্বাইয়ে উদ্বোধন করা হয় নীতা মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্রের। সেখানেই একটি ছবিতে ধরা পড়েন মুকেশ আম্বানি এবং তার ছোট ছেলে আকাশ আম্বানি ও বৌমা শ্লোকা আম্বানি। সেই ছবিতেই শ্লোকা আম্বানির বেবি বাম্প স্পষ্ট লক্ষ্য করা যায়।