আম্বানির সন্তানরা একদিনে খরচ করেন যত কোটি টাকা

আম্বানি

আন্তর্জাতিক ডেস্ক : মুকেশ আম্বানি পৃথিবীর ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন। কারণে অকারণে মিডিয়ার চর্চার আলো তার উপরে থাকে সর্বদাই। বেশিরভাগ সময়ই আম্বানিরা নিজেদের বিলাসবহুল জীবন যাপনের জন্য মিডিয়ার পাতায় চর্চায় থাকেন। তবে সম্প্রতি নিজের সন্তানদের বিলাসবহুল জীবনযাপনের সূত্র ধরেই চর্চিত আম্বানি। তার তিন সন্তানের দৈনন্দিন জীবন যাপনের খরচের পরিমাণ শুনে মাথায় হাত সাধারণের।

আম্বানি

মুকেশ আম্বানির সন্তান হিসেবে তাদের জীবনযাপন যে খুব একটা সাধারণ হবে না তা অবশ্য আন্দাজ করতে পারেন সকলেই। তবে নিত্য জীবন যাপনের জন্য যেকোন মানুষ সর্বোচ্চ ঠিক কত পরিমান অর্থ ব্যয় করতে পারেন! তার সাথে আম্বানির সন্তানদের ব্যয় করা অর্থের পরিমাপ করলে, তা সাধারণ হিসাব থেকে শতহস্ত দূরে। শোনা যায়, তারা এক এক দিনে রীতিমতো কোটি কোটি টাকা ব্যয় করেন নিজেদের শুধুমাত্র শখ পূরণের জন্য, যা খুব স্বাভাবিকভাবেই সাধারণদের ধারণার বাইরে।

জলের মধ্যে বাঘ আর কুমিরের তুমুল লড়াই

সম্প্রতি জানা গিয়েছে, আম্বানির বড় পুত্র আকাশ আম্বানির বিলাসবহুল মূল্যবান গাড়ির শখ রয়েছে। প্রায়ই তিনি একাধিক গাড়ি নিজের শখ পূরণের জন্য কিনে থাকেন, আর তার জন্য ব্যয় করেন এক বিরাট অঙ্কের টাকাও। শুধু আকাশ আম্বানিই নন, অনন্ত আম্বানি ও ইশা আম্বানিও নিজেদের সামান্য শখ পুরাণের জন্য খরচ করে থাকেন প্রচুর টাকা। সম্প্রতি সেই তথ্যই প্রকাশ্যে এসেছে মিডিয়ার। আর তারপর থেকেই নেটমহলের পাশাপাশি শোরগোল পড়েছে মিডিয়ামহলেও। এই মুহূর্তে সেই সূত্র ধরেই নেটদুনিয়ার পাতায় চর্চার আলোয় গোটা আম্বানি পরিবার।