Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home আম্বানি পুত্রের বিয়ের কার্ড যেন রত্নভাণ্ডার!
আন্তর্জাতিক ওপার বাংলা

আম্বানি পুত্রের বিয়ের কার্ড যেন রত্নভাণ্ডার!

Tarek HasanJuly 4, 20243 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : এরিমধ্যে দুই দফায় প্রি ওয়েডিং বা প্রাকবিবাহ পার্টি হয়ে গেছে। এবার বিয়ের আসর বসতে চলেছে মুম্বাইয়ে আম্বানি প্রাসাদ- আন্টলিয়ায়। আম্বানিদের ছোট ছেলে অনন্তের বিয়ে। রাধিকা মার্চেন্টের সঙ্গে অনন্তের বিয়ে হবে ১২ জুলাই। হাতে আর বেশি সময়ও নেই। আরও, একবার তারকা সমাবেশ হতে যাচ্ছে সেই বাড়িতে।

আম্বানি পুত্রের বিয়ের কার্ড

এরিমধ্যে শুরু হয়ে গেছে বিয়ের কার্ড বিতরণ। তালিকা ধরে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে সেই কার্ড। বিয়ের দাওয়াত পাওয়া এমন এক অতিথিই নেমতন্নপত্রটি একটি ভিডিও সবার সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন। মুহূর্তেই সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। বিয়ের কার্ড নিয়ে চর্চাও তুঙ্গে।

চোখ ফেরানো যাচ্ছে না এতোটাই সুন্দর সই বিয়ের নিমন্ত্রণ পত্র। আর হবেই না কেন? আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের কার্ডটিই আস্ত একটি মন্দিরে রূপ দিয়েছেন আম্বানি পরিবার। ছোট ছেলের বিয়ে বলে কথা। সে কারণেই এবার ঝাঁকঝমকের কোন কমতি রাখেননি ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ এবং নীতা আম্বানি। এই নিমন্ত্রণপত্রেই মস্ত বড় চমক দেখিয়েছে আম্বানি পরিবার।

অর্থাৎ বিয়ের নিমন্ত্রণপত্র হিসেবে আম্বানি পরিবার তৈরি করেছেন মস্ত বড় এক মন্দির। সেই মন্দিরটি আছে ছোটখাটো একটি লাল আলমারির ভেতর। আলমারি খুললেই বেরিয়ে আসছে আস্ত একটি মন্দির। জ্বলে উঠছে আলো। রুপার তৈরি মন্দিরটি খুলতেই বেজে উঠছে মন্ত্র।

শুধু তাই নয়, আলো ঝলমলে মন্দিরের ভেতর একটি কক্ষে আছে বিষ্ণু, আরেকটি কক্ষে রাধাকৃষ্ণ, একটিতে দুর্গা এবং গনেশের মূর্তি। প্রতিটিই সোনার তৈরি। মন্দিরের ছাদে আছে ছোট বড় রুপার ঘণ্টা। সাথে আছে একটি ৫ পৃষ্ঠার অ্যালবামের বই। সেখানেও খোদাই করা আছে রূপা। একপাশে দেবদেবীর ছবি অন্যপাশে নিমন্ত্রণপত্র। পাশাপাশি ওেই আলমারির পাশেই আছে একটি রুপোর বড় বাক্স।

এরমধ্যেও আছে ওম শব্দ লেখা মসলিনের রুমাল একটি শাল এবং সোনারূপার বেশকিছু দেব-দেবী। বিয়ের কার্ড জুড়েই লাল-হলুদের প্রাধান্য। বহুমূল্যবান এই কার্ডটি অতিথিদের জন্যে আম্বানি পরিবারের পক্ষ থেকে সামান্য উপহার। আর এই দামী কার্ডটি দেখে চোখ কপালে ওঠার দশা নেটিজেনদের। প্রথম নিমন্ত্রণপত্রটি চলে গেছে বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দিরে।

নিমন্ত্রণপত্রে জানিয়ে দেয়া হয়েছে, বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত সব অতিথিকেই ভারতীয় পোশাক পরতে হবে। আলাদা অনুষ্ঠানের জন্য বিশেষ ড্রেস কোড মেনে চলতে হবে অতিথিদের। সেখানে বলিউড তারকারা তো নিমন্ত্রিত রয়েছেনই, এ ছাড়াও সারা বিশ্ব থেকে তাবড় সব ব্যক্তিত্ব আসবেন অনন্ত-রাধিকার বিয়েতে। ১২ জুলাই বিয়ের সব প্রস্তুতিও সেরে ফেলেছে আম্বানি পরিবার।

আসছে ১২ জুলাই আম্বানি পুত্রের বিয়ের আসর বসবে মুম্বাইতে। হিন্দু বৈদিক মতে গাঁটছড়া বাঁধবেন অনন্ত রাধিকা । জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে তাঁদের বিয়ে হবে বলে জানা গেছে। বিয়ের পরদিন শুভ আশীর্বাদ। পরের দিন মঙ্গল উৎসব অর্থাৎ ওয়েডিং রিসেপশন। সব অনুষ্ঠানই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজন করা হবে। অতিথিদের সেখানেই আমন্ত্রণ জানিয়েছেন সস্ত্রীক মুকেশ আম্বানি।

অর্থাৎ আমন্ত্রণ পত্রের মধ্যে ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্যের পুরো একটি প্যাকেজ অতিথিদের হাতে তুলে দেয়া হয়েছে। কয়েকদিন আগে অনন্ত রাধিকা নিজে গিয়ে অজয় দেবগণ এবং কাজলকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন। আবারও বলিউড এবং ক্রিকেটারদের নিয়ে তারকা সমাবেশ হতে চলেছে ১২ জুলাই।

তবে বিয়ের মূল অনুষ্ঠানের আগে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে আন্টলিয়ায়। ২৯ জুলাই পরিবারের ঘনিষ্ঠদের নিয়েই হবে সেই পুজোর অনুষ্ঠান।

অনন্ত-রাধিকার ‘মামেরু’ অনুষ্ঠানে হবু বরের হাত ধরে এলেন জাহ্নবী

উল্লেখ্য, সেই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে অনন্ত-রাধিকার বিয়ের উৎসব পার্বণ। প্রথমটি হলো গুজরাটের জামনগরে দরিদ্র ভোজনের পাশাপাশি বলিউডের তারকাদের নিয়ে প্রি ওয়েডিং সেলিব্রেশন করেছে আম্বানি পরিবার। সেখানে রিহানার মতো পপস্টার পারফর্ম করেছেন।

এরপরে মে মাসে ইতালিতে ক্রুজে তিন দিন প্রি ওয়েডিং সেলিব্রেশন করেছে আম্বানি পরিবার। সেখানে পিট বুলের মতো পপ তারকারা পারফর্ম করেছেন। বলিউডের সব তারকারাই ছিলেন ক্রুজে। এমনকী ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন সেই আয়োজনে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘বিয়ের আন্তর্জাতিক আম্বানি আম্বানি পুত্রের বিয়ের কার্ড ওপার কার্ড পুত্রের বাংলা যেন রত্নভাণ্ডার!
Related Posts
প্রায় ৯ লাখ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন

পাঁচ বছরে নাগরিকত্ব ত্যাগ করেছেন প্রায় ৯ লাখ ভারতীয়

December 15, 2025
অস্ট্রেলিয়ায় মুসলিম যুবক

হামলাকারীর অস্ত্র ছিনিয়ে অস্ট্রেলিয়ায় প্রশংসায় ভাসছেন মুসলিম যুবক

December 14, 2025
সৌদি যুবরাজ

বার্সেলোনা কিনতে ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাব সৌদি যুবরাজের!

December 14, 2025
Latest News
প্রায় ৯ লাখ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন

পাঁচ বছরে নাগরিকত্ব ত্যাগ করেছেন প্রায় ৯ লাখ ভারতীয়

অস্ট্রেলিয়ায় মুসলিম যুবক

হামলাকারীর অস্ত্র ছিনিয়ে অস্ট্রেলিয়ায় প্রশংসায় ভাসছেন মুসলিম যুবক

সৌদি যুবরাজ

বার্সেলোনা কিনতে ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাব সৌদি যুবরাজের!

থাইল্যান্ডের কম্বোডিয়া

থাইল্যান্ডের কম্বোডিয়া সীমান্তে কারফিউ জারি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়া ও বেলারুশ সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ভারতের নাগরিকত্ব

ভারতের নাগরিকত্ব পাওয়া ৩৬ বাংলাদেশির তালিকায় আছেন যারা

প্রাণ হারিয়েছেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী

সুদানে ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা

নিহত

সিরিয়ায় আইএসআইএসের হামলায় দুই মার্কিন সেনাসহ নিহত ৩

Crystal Palace vs Manchester United

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণ, নিহত ২

সুদানে শান্তিরক্ষীদের ওপর হামলার

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.