আম্বানীদের অনুষ্ঠানে শেষ মুহূর্তে যায়নি করণ জোহর

করণ জোহর

বিনোদন ডেস্ক : মুকেশ আম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানী এবং তাঁর বাগ্দত্তা রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহের উদ্যাপনে উপস্থিত ছিলেন বলিউড তারকারা।

করণ জোহর

রাণবীর কাপূর-আলিয়া ভট্ট গিয়েছিলেন মেয়ে রাহাকে নিয়ে। দুই ছেলেকে নিয়ে সাইফ-কারিনা নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন। আর বলিউডের তিন খান সলমন, শাহরুখ, আমির তো রীতিমতো নেচে-গেয়ে জমিয়ে দিয়েছিলেন অনুষ্ঠান। ছেলে-বৌমা সহ অমিতাভ বচ্চনকেও অনুষ্ঠানের প্রথম সারিতে দেখা গিয়েছিল।

এ ছাড়াও বলিপাড়ার চেনামুখ অনেকেই উপস্থিত ছিলেন। সেই সব মুখের ভিড়ে দেখা যায়নি পরিচালক-প্রযোজক কার্ণ জোহরকে। এ নিয়ে ইতিমধ্যে বলি পাড়ায় শুরু হয়ে গেছে নানা আলোচনা। এমনটাই বলছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা।

আম্বানীদের তরফে নিমন্ত্রণ এলে তা রক্ষা করার চেষ্টা করে বলিউড। সেখানে কার্ণ কেন ব্যতিক্রম, তা নিয়েই নানা আলোচনা শুরু হয়েছে। তা হলে কি কার্ণ আম্বানীদের থেকে দূরত্ব তৈরি করছেন? তেমন প্রশ্নও উঠছে।

বিশ্বের কোন দেশে বনজঙ্গল নেই? অনেকেই জানেন না

আনন্দবাজার পত্রিকা জানায়, বিষয়টি একেবারেই তেমন নয়। কার্ণ নিমন্ত্রণ রক্ষা করতে এক পায়ে খাড়া ছিলেন। শুধু তাই নয়, পোশাকশিল্পী মণীশ মালহোত্রের সঙ্গে পারফর্ম করার কথাও ছিল তার। কিন্তু বাধ সাধল অসুস্থতা। জামনগরে যাওয়ার এক দিন আগেই নাকি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলেন কার্ণ। জ্বর, সেই সঙ্গে গলাব্যথায় কাতর ছিলেন। শুধু মাত্র শারীরিক অসুস্থতার কারণেই জামনগরে যাওয়া হয়নি তার। তবে অনন্ত-রাধিকার নাচের একটি ভিডিও পোস্ট করে বাড়ি থেকেই শুভকামনা জানিয়েছেন হবু দম্পতিকে।