বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খানের জীবনে একাধিক নারীসঙ্গের কথা কারও অজানা নয়। সেই তালিকায় আছেন সঙ্গীতা বিজলানি, সোমি আলি থেকে ক্যাটরিনা, ইউলিয়া পেরিয়ে হালের পূজা হেগড়ে। তবে ভাইজানের জীবনের সবচেয়ে চর্চিত প্রেম কাহিনি প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে।
একসময় সালমান-ঐশ্বরিয়ার প্রেম নিয়ে চর্চা ছিল তুঙ্গে। কিন্তু ২০ বছর আগে ভেঙে গেছে সে সম্পর্ক। তারপর থেকে দুই তারকা কেউ কারও ছায়াও মাড়ান না। যেকোনো পার্টি বা অনুষ্ঠানে হাজির হলেও দূরত্ব বজায় রাখেন। কথা বলা তো দূর অন্ত, চেয়েও দেখেন না কেউ কারও দিকে। সেই সালমান-ঐশ্বরিয়াই সম্প্রতি বন্দি হলে একফ্রেমে।
শনিবার ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানিদের পার্টিতে ঘটে এই অসম্ভব ঘটনা। হ্যাঁ, গল্প নয় একদম সত্যি। সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে ভাইরাল সেই ছবি। ‘নীতা মুকেশ আম্বানি কালচালার সেন্টার’-এর লঞ্চের দ্বিতীয় দিনও হাজির হয়েছিলেন সালমান-শাহরুখরা। হলিউড তারকা টম হল্যান্ড, জেন্ডেয়ার সঙ্গে ছবির জন্য পোজ দিচ্ছিলেন অভিনেতা।
সেই ছবিতে ধরা দেন হোস্ট নীতা আম্বানিও। ভাইরাল ছবিটি লক্ষ্য করলে স্পষ্টই দেখা যাবে, ছবির একদম বাঁ দিকে মেয়ে আরাধ্যাকে নিয়ে দাঁড়িয়ে আছেন ঐশ্বরিয়া। সম্পূর্ণ অজান্তেই একফ্রেমে বন্দি হয়েছেন দুজনে। তবুও এই ছবি দেখে ‘জিয়া-নস্টাল’ সালমান-ঐশ্বরিয়ার ভক্তরা।
ছবিটি দেখে এক নেটিজেন লেখেন, ‘একফ্রেমে সালমান-ঐশ্বরিয়াকে দাঁড় করানোর ক্ষমতা শুধু নীতা আম্বানিরই আছে।’ অন্য একজন লেখেন, ‘ক্যামেরাম্যানের প্রশংসা না করে থাকা যাচ্ছে না, সালমান-ঐশ্বরিয়াকে একফ্রেমে বন্দি করা! অসাধারণ কীর্তি।’
অনেকেই আবার এই ফ্রেম দেখে বিশ্বাসই করতে পারছেন না যে সালমান-ঐশ্বরিয়া অজান্তে হলেও একসঙ্গে লেন্সবন্দি হয়েছেন! তাদের দাবি, এই ছবি ফটোশপে বানানো।
এদিন কালো রঙা শারারায় সেজেছিলেন ঐশ্বরিয়া। মেয়ে আরাধ্যার দেখা মেলে সোনালি সালোয়ার শ্যুটে। আম্বানিদের সাংস্কৃতিক মঞ্চের লঞ্চ ইভেন্টে দুই দিনই মেয়ের হাত ধরে পৌঁছেছিলেন ঐশ্বরিয়া। অন্যদিকে সবুজ রঙা ব্লেজার আর ম্যাচিং প্যান্টে এদিনের পার্টির শোভা বাড়ান সালমান খান।
২০০২ সালে বিচ্ছেদের খবরে শিলমোহর দিয়েছিলেন প্রাক্তন লাভবার্ডস সালমান-ঐশ্বরিয়া। এরপর কোনোদিনই আর সালমানের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি রাই সুন্দরী। পরবর্তীতে ২০০৭ সালে বচ্চন-পুত্র অভিষেকের সঙ্গে সংসার পাতেন ঐশ্বরিয়া। তবে সালমান ষাটের দোরগোড়ায় পৌঁছেও রয়েছেন সিঙ্গেল!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।