শৈশবে কত পকেট মানি পেতেন আম্বানির ছেলেমেয়েরা, জানালেন নীতা আম্বানি

নীতা আম্বানি ছেলে মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক : এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি ও রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি ও তার স্ত্রী নীতা আম্বানি আর পাঁচটা বাবা মায়ের মত তাদের সন্তানদের পকেট মানি দিতেন। জানিয়ে রাখি, আম্বানির দুই পুত্র আকাশ ও অনন্ত ও এক মেয়ে ইশা। হ্যাঁ এমনই এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেছেন নীতা আম্বানি। ইশা, আকাশ ও অনন্ত এই প্রথমবার আলোচনার বিষয় নয়। তারা প্রায় খবরে শিরোনামে থাকেন।

নীতা আম্বানি ছেলে মেয়ে

কিছুদিন আগে ইশা আম্বানি এবং আকাশ আম্বানির একটি অদেখা ছবি সোশ্যাল মিডিয়ায় দারুন ভাইরাল হয়েছিল। জানা যায়, তারা যমজ ভাইবোন। এবং তাদের আরেকটি ভাই রয়েছে, যার নাম অনন্ত আম্বানি। যদিও এখন ইশা আম্বানি আনন্দ পিরামলকে বিয়ে করেছেন এবং আকাশ আম্বানির সাথে শ্লোকা মেহেতার বিয়ে হয়েছে।

যাইহোক, ছোটবেলার ছবি দেখে স্মৃতি রোমন্থন করে নীতা আম্বানি তার ছেলেমেয়েদের পকেট মানি হিসেবে কত টাকা দিতেন সে বিষয়ে জানিয়েছেন। এক সাক্ষাৎকারে নীতা আম্বানি বলেছেন যে, তিনি ইশা, আকাশ এবং অনন্তকে পকেট মানি হিসেবে মাত্র পাঁচ টাকা করে দিতেন। আসলে তিনি চেয়েছিলেন যে তার সন্তানরাও যেন বিনয়ীভাবে জীবনযাপন করতে পারে এবং অর্থের গুরুত্ব বুঝতে পারে।

নীতা আম্বানি আরো বলেন, একবার অনন্ত আমাকে ১০ টাকা চেয়ে বসে, কারণ স্কুলে সবাই তাকে উত্যক্ত করে সে আম্বানি হোক বা ভিখারী। যদিও মুকেশ ও নীতা এই বিষয়ে কিছু করতে পারেনি। এরপর তিনি তার সন্তানদের পকেট মানিটা কিছুটা বাড়িয়ে দিয়েছিলেন।

ঘনিষ্ঠ দৃশ্যে ভরপুর এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

যাইহোক, আম্বানি পরিবারের আরেকটি বিশেষত্ব রয়েছে। সালমান খান অভিনীত ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবিটির মতোই কিছুটা আম্বানির পরিবারও। মুকেশ আম্বানির বাবা ধিরুভাই আম্বানি আর এই পৃথিবীতে নেই, তবে তিনি তার পরিবারকে সবসময় একসাথে রাখতেন। তার নাতি নাতনিদের প্রতি বিশেষ ভালোবাসা ছিল। তবে সবচেয়ে বেশি আদরের নাতনী ছিলেন ইশা।