বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: এক সময় ভারতের অভিজাত সম্প্রদায়ের পদমর্যাদার প্রতীক ছিল Ambassador। সময়ের সঙ্গে সঙ্গে নিজের জায়গা হারিয়ে বাজার থেকে হারিয়ে গিয়েছিল আইকনিক এই গাড়ি। এবার কামব্যাকের প্রস্তুতি শুরু করে দিল Hindustan Motors -এর এই গাড়ি। শোনা যাচ্ছে ইলেকট্রিক ভার্সনে রাস্তায় ফিরতে পারে Ambassador।
একাধিক মিডিয়া রিপোর্টে জানানো হয়েছে একটি ইউরোপীয় সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ইলেকট্রিক ভার্সনে অ্যাম্বাসেডর বাজারে আনতে পারে হিন্দুস্তান মোটরস। একাধিক মিডিয়া রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী ইতিমধ্যেই এই বিষয়ে দুই কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
51:49 অনুপাতে ইউরোপীয় সংস্থাটির সঙ্গে চুক্তি করেছে হিন্দুস্তান মোটর। এর ফলে কোম্পানির নিয়ন্ত্রণ হিন্দুস্তান মোটরসের হাতেই থাকবে।
1958 সালে জনপ্রিয় এই গাড়ির পথ চলা শুরু। এর পরে দীর্ঘ ছয় দশক দেশের রাস্তা শাসন করেছে গাড়িটি। 2014 সালে শেষ Ambassador উৎপাদন হয়েছিল উত্তরপাড়ার কারখানা থেকে। এর পরে কয়েক বছরের বিশ্রামের পর ফের বাজারে ফিরতে চলেছে এই গাড়িটি। ফরাসি গাড়ি প্রস্তুতকারী সংস্থা Peugeot -এর সঙ্গে হাত মিলিয়ে এই গাড়ি বাজারে আসবে। ইতিমধ্যেই 80 কোটি টাকার বিনিময়ে Ambassador ব্র্যান্ড এই সংস্থার কাছে বিক্রি করেছে হিন্দুস্তান মোটরস। এবার সেই সংস্থার সঙ্গেই গাঁটছড়া বেঁধেই শুরু হবে ইলেকট্রিক গাড়ি উৎপাদন।
সম্প্রতি এই ইলেকট্রিক অ্যাম্বাসেডরের কয়েকটি রেন্ডার ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। সেখানে নতুন Ambassador EV দেখতে কেমন হতে পারে সেই আভাস মিলেছে। আনমোল সাতপুতে নামের এক ডিজিটাল শিল্পী এই ডিজাইন তৈরি করেছেন। Aston Martin Lagonda-র উপরে ভিত্তি করে এই গাড়ির ডিজাইন তৈরি করেছেন তিনি। Instagram -এ tugbotzdesign এই ডিজাইন প্রকাশ করেছে। যদিও এই ডিজাইনের সঙ্গে পুরনো অ্যাম্বাসেডরের কোন মিল নেই।
View this post on Instagram
যদিও কোম্পানির উত্তরপাড়া কারখানা থেকে ইলেকট্রিক অ্যাম্বাসেডর উৎপাদন হবে না। পশ্চিমবঙ্গ থেকে সরে এই প্রথম রাজ্যের বাইরে Ambassador উৎপাদন করবে Hindustan Motors। কোম্পানির চেন্নাইয়ের কারখানা থেকে এই ইলেকট্রিক গাড়ি উৎপাদনের পরিকল্পনা চলছে। আগে এই কারখানা থেকে Mitsubishi গাড়ি উৎপাদন হতো।
View this post on Instagram
ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তা ভারত সহ গোটা বিশ্বেই বাড়ছে। এই সুযোগে আইকনিক ব্রান্ডটি বাজারে ফিরে ফের একবার ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করছে। 1970 -এর দশকে ভারতের গাড়ির বাজারে 70 শতাংশ শেয়ার ধরে রেখেছিল হিন্দুস্তান মোটরস। অর্থাৎ গোটা দেশে বিক্রি হওয়া তিনটি গাড়ির মধ্যে দুটির বেশি হিন্দুস্তান মোটরস তৈরি করত।
সূত্র: এই সময়
বাইকপ্রেমীদের জন্য সুখবর: ৫০০০ টাকা ক্যাশব্যাক দিচ্ছে ইয়ামাহা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।