জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের হিলিতে আবারো কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। ভারত থেকে আমদানি শুরুর খবরে তিনদিনের ব্যবধানে পাইকারিতে কেজিপ্রতি ৩৫ টাকা ও খুচরায় ৪০ টাকা করে কমেছে। আমদানি শুরু হলে দাম আরো কমবে বলে দাবি বিক্রেতাদের।
হিলি বাজার ঘুরে দেখা গেছে, দুদিন আগে প্রতি কেজি দেশী পেঁয়াজ পাইকারিতে ১০০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আর খুচরায় প্রতি কেজি পেঁয়াজ ১১০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত মান্না বলেন, ‘সম্প্রতি ভারত সরকার বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে। এমন খবরে মোকামগুলোয় সরবরাহ বাড়তে শুরু করেছে।’
তিনি আরো বলেন, ‘আগে যে পেঁয়াজ আমরা মোকাম থেকে ক্রয় করেছিলাম ৪ হাজার টাকা থেকে ৪ হাজার ২০০ টাকা মণ দরে, তা এখন ২ হাজার ৪০০ থেকে ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে। তিনদিনের ব্যবধানে পেঁয়াজের দাম মণপ্রতি ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা করে কমেছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।