বিনোদন ডেস্ক: ‘কাহো না পেয়ার হ্যায়’, যে ছবির হাত ধরে বলিউডে হৃত্বিক রোশনের অভিষেক, যে ছবির হাত ধরে বলিউড বক্স অফিসে ঝড় উঠেছিল, সেই ছবির নায়িকা আমিশা প্যাটেল।
হৃত্বিকের সঙ্গে তাঁর জুটি ছিল সুপার হিট, একের পর এক ছবিতে পরে তাঁরা জুটি বাঁধলেও একসময় যেন ভক্তরা আর সেভাবে জায়গা করে দেয়নি আমিশা প্যাটেলকে। যার ফলে ধীরে ধীরে বলিউড থেকে মুছে যেতে থাকে এই নাম। বারবার কাজে ফিরতে চেয়েছেন তিনি।
থাকতে চেয়েছিলেন লাইম লাইটে। কিন্তু কোনো চেষ্টাই সফল হয়নি তাঁর। আজ সেসব অতীত।
তবে নিজেকে এখনো যোগ্য প্রমাণ করতে বা নিজেকে যে তিনি এখনো ফিট করে ধরে রেখেছেন, তা প্রমাণ করতে আমিশা প্যাটেল মরিয়া, তার প্রমাণ মেলে একাধিকবার। তবে সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই যে লুকে দেখা মেলে আমিশার, তা এককথায় বলতে গেলে সকলে সমানভাবে গ্রহণ করতে নারাজ। নিজেকে প্রমাণ করতে গিয়ে কি একটু বেশি খোলামেলা পোশাকে ধরা দিয়ে ফেলছেন আমিশা! বিষয়টা স্পষ্ট নয় অনেকের কাছে। তবে নেটিজেনরা ট্রোল করতে বিন্দুমাত্র পিছপা হচ্ছেন না।
কেউ তার শারীরিক বিষয় নিয়ে নেতিবাচক কথা বলছেন, কেউ আবার মনে করিয়ে দিলেন বয়স, যৌবন আজ ইতি, তবে কেন শরীর দেখিয়ে পোজ, এমনই প্রশ্নে ভরে উঠতে থাকল সোশ্যাল মিডিয়া।
নিজের ওপর লাইম লাইট ধরে রাখতেই কি এমন সিদ্ধান্ত! সবটা ভক্তদের কাছে স্পষ্ট না হলেও আমিশার সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত উঠতে থাকা ভক্তদের বিতর্কের ঝড়ের নেই কোনো বিরাম বিশ্রাম। যদিও এ বিষয়ে বিন্দুমাত্র মন্তব্য করতে রাজি নন আমিশা। নিজের মতো করেই ভালো আছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।