বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অমীষা পটেল সম্প্রতি একটি পডকাস্টে নিজের জীবনের কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা ও গোপন ইচ্ছের কথা জানিয়েছেন। ৫০ বছর বয়সেও অবিবাহিত এই অভিনেত্রী জানিয়েছেন, ছোটবেলা থেকেই তিনি হলিউড সুপারস্টার টম ক্রুজের ভক্ত।
অমীষা বলেন, স্কুলজীবনে যখন অনেকেই তাকে ভালোবাসার প্রস্তাব দিত, তখন তিনি পড়াশোনা ও ক্যারিয়ারকেই গুরুত্ব দিতেন। বিয়ের ব্যাপারে পরিবার ও সমাজের শর্ত ছিল— বিয়ে করলে কাজ ছেড়ে ঘরে থাকতে হবে। কিন্তু অমীষা সবসময় মনে করতেন, সত্যিকারের ভালোবাসা হলে সঙ্গী তাকে কাজ করতে উৎসাহিত করবে। এই কারণেই আজও তিনি বিয়ে করেননি।
অভিনেত্রী জানান, কাজের জন্য অনেক কিছু হারিয়েছেন তিনি, আবার ভালোবাসার জন্যও অনেক কিছু ত্যাগ করেছেন। তবে তার জীবনে সবসময় একটি স্বপ্ন ছিল— একদিন প্রিয় তারকা টম ক্রুজের সঙ্গে সাক্ষাৎ করা। ছোটবেলায় তিনি টম ক্রুজের পোস্টার ঘরে লাগিয়ে রাখতেন এবং এমনকি পেন্সিল বাক্সেও টমের ছবি রাখতেন।
টম ক্রুজকে তিনি জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে দেখেন। তাঁর অভিনীত ‘টপ গান’, ‘দ্য মামি’, ‘মিশন ইম্পসিবল’ সিরিজ সবসময় অমীষাকে মুগ্ধ করেছে। এখনো বিশ্বের অন্যতম সুপুরুষ এবং জনপ্রিয় তারকা হিসেবে টম ক্রুজ দর্শকদের কাছে সমানভাবে সমাদৃত।
উল্লেখ্য, অমীষা পটেল ২০০০ সালে ‘কহো না… প্যায়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন এবং প্রথম ছবিতেই জনপ্রিয় হয়ে ওঠেন। যদিও পরবর্তী সময়ে তিনি কিছুটা চলচ্চিত্রজগৎ থেকে দূরে সরে যান। তবে ২০২৩ সালে ‘গদার ২’ সিনেমার মাধ্যমে তিনি আবারও বড় পর্দায় শক্তিশালী প্রত্যাবর্তন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।