জুমবাংলা ডেস্ক : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন ‘৭১ সালে আমেরিকা সপ্তম নৌবহর বঙ্গপোসাগরে পাঠিয়ে আমাদের পরাজিত করতে পারে নাই। এবার সপ্তম কেন অষ্টম নৌবহর পাঠিয়েও আমেরিকা কিছু করতে পারবে না। আমার বোনকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বলেছি জনগণ যাতে ভোট দিতে পারে সেই ব্যস্থা করেন। বিএনপি নির্বাচনে আসলো কি আসলো না তা আমাদের দেখার প্রয়োজন নাই।’
শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর পিএম পাইলট মডেল গভ: স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের ত্রি-বাষিক সম্মেলনের প্রধান আলোচকের বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন ‘ বিএনপি’র মধ্যে কি একজন মুসলমানও নাই? ইসরাইলেরা প্যালেষ্টাইনে শিশু-বৃদ্ধদের হত্যা করছে আর আমেরিকা বলছে তারা যতক্ষণ পর্যন্ত গাজা গুড়িয়ে না দিতে পারবে তারা ততোক্ষন পর্যন্ত ইসরাইলের পাশে থাকবে। সেই জন্যই বললাম বিএনপির মধ্যে কি একজন মুসলমানও নাই?’
নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে তিনি বলেন ‘রাজনৈতিক দল হল তোমাদের কাছে মনিব। সঠিক রাজনৈতিক দল না থাকলে নির্বাচন কমিশন থাকবে না। সকালে ইচ্ছে হলে বিকেলেই ডাকবেন রাজনৈতিক দল কি বেতন ভূক্ত কর্মচারী? রাজনৈতিক দলগুলোকে সম্মানের সাথে ডাকতে হবে। তাদের সাথে যোগাযোগ করে ডাকতে হবে।’
তিনি আরও বলেন ‘ তারেক রহমানকে বলেছি আরে বাবা, তোমার মা বৃদ্ধ হয়ে গেছে যে কোনো সময় মারা যেতে পারে তুমি তাকে দেখতে আসো। তোমাকে যদি গ্রেফতার করে আমার বোনকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) অনুরোধ করব ওর মাকে সেবা করার জন্য ছেড়ে দিন। সাহস আছে? তা না করে ইংল্যান্ডে বসে ষড়যন্ত্র ? বাঙালিরা ষড়যন্ত্র হজম করতে জানে, জয় করতে জানে। ইনশআল্লাহ আমরা এই ষড়যন্ত্রের মোকাবিলা করব।’
এ সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুস সবুর খানের সভাপতিত্বে বক্তৃতা করেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়সার, নাসরিন কাদের সিদ্দিকী, দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক, কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সদস্য শামীম আল-মনসুর আজাদ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সাংস্কৃতিক সম্পাদক ও কন্ঠ শিল্পী নকুল কুমার বিশ্বাস, সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীব, কেন্দ্রীয় যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুন নবী সোহেলসহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।