মার্কিন অভিনেত্রী দেখলেন শাকিবের ‘প্রিয়তমা’ ছবি

মার্কিন অভিনেত্রী

বিনোদন ডেস্ক : শুধু দেশ নয়, বিদেশেও বেশ দাপটের সঙ্গে চলছে শাকিব খান অভিনীত ও হিমেল আশরাফ পরিচালিত চলচ্চিত্র ‘প্রিয়তমা’। মার্কিন মুলুকেও বাঙালিদের মধ্যে আলাদা সাড়া ফেলেছে ছবিটি।

মার্কিন অভিনেত্রী

এবার এটি দেখলেন মার্কিন থিয়েটার অভিনেত্রী কোর্টনি কফি। যিনি শাকিব খানের আমেরিকান প্রজেক্ট ‘রাজকুমার’র নায়িকা। দেখে জানালেন একরাশ মুগ্ধতার কথা।

গতকাল (৬ আগস্ট) রাতে নির্মাতা হিমেল নিজের ফেসবুক পোস্টে লেখেন, ‘‘কাল হঠাৎ করেই মেসেজ কোর্টনির বললেন, ‘আমি তোমাদের ফিল্মটা দেখেছি!’ ভাবলাম খুশি করার জন্য বলছেন। লিখলাম, ‘আসলেই!’ ও সঙ্গে সঙ্গে টেক্সট দিয়ে ছবিটা দিলেন। আর লিখলেন, ‘ওর খুব ভালো লেগেছে’। ডিটেইল বললেন। বুঝলাম, খুবই মনোযোগ দিয়ে দেখেছেন তিনি।’’

হিমেলের এই পোস্টটি নিজের পেজে শেয়ার করেছেন কোর্টনি কফি। গর্ব করার মতো কাজ হয়েছে বলে সেখানে মন্তব্য করেন তিনি।

মাত্র ৮ হাজার টাকায় মিলছে এআই গার্লফ্রেন্ড!

‘রাজকুমার’-এ জুটি বাঁধছেন শাকিব খান ও কোর্টনি কফি। গেল বছর ২৮ মার্চ শাকিবের জন্মদিনে যুক্তরাষ্ট্রের কুইন্সের ফ্লাশিংয়ে ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনাতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছিল। অন্যদিকে, ‘প্রিয়তমা’ শাকিব খানের ক্যারিয়ারে অন্যতম মাইলফলক। ছবিতে তার বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।