আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় অনুশীলনের সময় একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ সময় হেলিকপ্টারটিতে প্রায় ২০ জন আরোহী ছিলেন।
রোববার (২৭ আগস্ট) সকালেডারউইন উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে মেলভিল দ্বীপে এ ঘটনা ঘটে।
এদিন অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং তিমুর-লেস্টের সেনারা একযোগে যৌথ মহড়া চালাচ্ছিল। মহড়া চলাকালে হঠাৎ ভি-২২ অস্প্রিয় মডেলের একটি মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর মহড়া সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীর (এডিএফ) একজন মুখপাত্র জানিয়েছেন, হেলিকপ্টারটিতে থাকা সবাই যুক্তরাষ্ট্রের সেনা। অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীর কোনো সদস্য হেলিকপ্টারটিতে ছিলেন না।
হেলিকপ্টারটিতে প্রায় ২০ জন আরোহী ছিলেন। তাই স্বাভাবিকভাবেই হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
সূত্র : এনডিটিভি, স্কাই নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।