আমি আবার এমপি-মন্ত্রী হবো, লিখে রাখ : শাহজাহান ওমর

Shahjahan

জুমবাংলা ডেস্ক : ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে বৃহস্পতিবার (২১ নভেম্বর) গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে নেওয়ার সময় শাহজাহান ওমর সাংবাদিকদের বলেছেন, ‘‘আমি আবার এ দেশের এমপি-মন্ত্রী হবো, লিখে রাখ।’’

Shahjahan

বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘‘সবার যে কোনো দল করার অধিকার আছে।’’

কাঁঠালিয়ার বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) রাতে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর বাদী হয়ে শাহজাহান ওমরসহ নয়জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।

শাহজাহান ওমর তার রাজাপুরের বাড়িতে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে রাজাপুরে যাওয়ার পথে পিংড়ি এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন। হামলাকারীরা তার গাড়ি ভাঙচুর করে। ভাঙা গাড়ি নিয়ে তিনি রাজাপুর থানায় অভিযোগ করতে গেলে বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

৩টি চোখ বিশিষ্ট বিড়ালছানাকে নিয়ে নেট দুনিয়ায় তোলপাড়

দুপুরে শাহজাহান ওমরকে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। বিচারক আফরোজা বিনতে শহিদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।