এক ঈশ্বরে বিশ্বাস করেন বলে জানিয়েছেন ভারতীয় বাংলা সিনেমার দাপুটে অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন ‘শত্রু’খ্যাত এই তারকা।
অলৌকিকতায় যেমন বিশ্বাসী নন, ঠিক একইভাবে এক ঈশ্বরে বিশ্বাসী চিরঞ্জিৎ। তার ভাষায়—“আমার কাছে ঈশ্বর বহু নন, এক। তাই আমি প্রত্যেক দেবদেবীর কাছে মাথা নত করি না, প্রার্থনাও জানাই না।”
এর পক্ষে যুক্ত দিয়ে চিরঞ্জিৎ বলেন, “যদি ভুল ঈশ্বরের কাছে ভুল প্রার্থনা করে ফেলি! না চাইতেই ঈশ্বর আমাকে অনেক দিয়েছেন। আর আমার হারানোর কোনো ভয় নেই। তাই সর্বশক্তিমানের কাছে কিছু চাওয়ারও নেই।”
একমাত্র লোকনাথ বাবার কাছে নতজানু হন চিরঞ্জিত। তা জানিয়ে এই অভিনেতা বলেন, “কেন জানি না, লোকনাথ বাবার প্রতি অগাধ বিশ্বাস। ভিতর থেকে মনে হয়, ডাকলে সাড়া দেবেন, ফলও পেয়েছি। তেঘরিয়ার লোকনাথ বাবার মন্দির থেকে একটা সোনার হার উপহার পেয়েছি। লকেটে তার ছবি।”
এই ঈশ্বরভাবনা নিয়ে চিরঞ্জিৎ ‘পর্ণশবরীর শাপ’ সিরিজে তান্ত্রিক ‘ভাদুড়িমশাই’ চরিত্রে অভিনয় করেছেন। এতে তার বিশ্বাসে চিড় ধরেছে কি না জানতে চাওয়া হয়। জবাবে চিরঞ্জিৎ বলেন, “বিশ্বাসে চিড় ধরেনি। আমরা অভিনেতা। যেকোনো সময় যেকোনো চরিত্রে নিজেদের মানিয়ে নিতে পারি।”
তবে সিরিজটির প্রথম পর্বের শুটিং করতে গিয়ে চিরঞ্জিতের কিছু অস্বস্তি হয়েছিল। পাহাড়ে দৃশ্যধারণের কাজ হয়েছিল। তার ভাষায়, “গভীর রাত। শ্মশানের সেট তৈরি করা হয়েছে। চারপাশে ধুনো পুড়ছে। সেই ধোঁয়া আমাকে ঘিরে রেখেছে। আমি মন্ত্র পড়ছি। এই পরিবেশ আমার মনে সামান্য হলেও প্রভাব ফেলেছিল! একপর্যায়ে মনে হয়েছিল, তাহলে কী একেই বলে ঈশ্বরের সঙ্গে সংযোগ?”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।