আমি পাগলের সঙ্গে সংসার করি : তিশা

তিশা

বিনোদন ডেস্ক : দেশের স্বনামধন্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের অংশ হিসেবে দুটি সিনেমা পরিচালনা করেছেন। একটি ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, অন্যটি ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’। এর মধ্যে প্রথম সিনেমায় প্রথমবারের মতো অভিনয়ও করেছেন তিনি। যেখানে অভিনেত্রী স্ত্রী নুসরাত ইমরোজ তিশার বিপরীতে দেখা যাবে এই নির্মাতাকে।

তিশা

সম্প্রতি এশিয়ার মর্যাদাপূর্ণ বুসান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) থেকে শুরু হতে যাওয়া জিও মামি মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হবে এটি।

সিনেমাটি তৈরির পরেও নতুন করে আবারও কিছু অংশের শুট করেছেন ফারুকী। যেটি কেবল ওটিটি ভার্সনের দর্শকরাই দেখতে পারবেন। এই নির্মাতা বলেন, ‘অকস্মাৎ স্বপ্নে হানা দিল একটা দৃশ্য। তিশাকে বললাম। ওপরে ওপরে কপট রাগ করেও সবুজ সংকেত দিল। আর আজকে (বুধবার) আমরা শুট করলাম দৃশ্যটা। ছবির একদম শেষ দৃশ্য হবে এটা। যেই দৃশ্যটা শুধুমাত্র ওটিটি ভার্সনেই দেখা যাবে।’

নির্মাতা স্বামীর এমন কাণ্ডকেই পাগলামী হিসেবে দেখছেন অভিনেত্রী স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। শুটিংয়ের ওই বিচিত্র অভিজ্ঞতার কথা জানিয়ে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি একটা পাগল মানুষের সংসার করি, পাগল ডিরেক্টরের সাথে কাজ করেছি। এখন সেটার শাস্তি ভোগ করছি। আমাদের সিনেমার শুটিং হয়ে গেছে, ডাবিং হয়ে গেছে, রিলিজও পেয়ে গেছে, বুসানেও চলে গেছে। এখন হঠাৎ করে ঘুমের মাঝে মোস্তফা সরয়ার ফারুকীর স্বপ্নে একটা সিন আসছে। সেই সিনটার শুটিং করতেছি’।

এর আগে ফারুকী বলেন, ‘অটোবায়োগ্রাফি ওরফে সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি ছবির কাজ শেষ, ফেস্টিভ্যাল স্ক্রিনিংও শেষ, ছবিটা নিয়ে মনে একটা শান্তির ভাব আছে। দুইদিন পরে মুম্বাইতে ছবিটার শো-ও আছে। আর মাত্র কয়েকদিনের মধ্যে চরকিকে ডেলিভার করতে হবে ফিল্মটা যাতে দ্রুত সবাই দেখতে পায়।’

দুদিনের অনুশীলন শেষে কলকাতায় দলের সঙ্গে সাকিব

সর্বশেষ এই নির্মাতা বলেন, ‘আমি তো এমন জীবনই প্রার্থনা করছিলাম যেখানে সিনেমা আর জীবন মিলেমিশে হবে একাকার। এমনই তো জীবন।’ এই সিনেমায় আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন, ডলি জহুরসহ অনেকে। শিগগিরই এটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তির কথা রয়েছে।