বিনোদন ডেস্ক : শিশুশিল্পী থেকে চিত্রনায়িকা বনে যাওয়া প্রার্থনা ফারদিন দীঘি বলেছেন, বাংলাদেশের নায়িকাদের মধ্যে আমি শুধু টিকটক করি না, অনেক নায়িকা করে। কিন্তু আমি জানি না, শুধু আমাকেই কেন টিকটক বিষয়ে প্রশ্ন করা হয়। তাদের কেন প্রশ্ন করা হয় না? ঘুরেফিরে আমাকেই বলা হয় এবং বারবার জিজ্ঞেস করা হয়, আমি কেন টিকটক করছি, আমার ইমেজ নষ্ট হচ্ছে? নায়িকাদের এটা মানায় না।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামপ্রীতি নিয়ে প্রশ্নে বিরক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
অল্পবয়সী রেখার সঙ্গে জোরপূর্বক এই কুকীর্তি করেছিলেন প্রসেনজিতের বাবা
দীঘি আরও বলেন, সত্যি কথা বলতে, বর্তমানে টিকটক করছি না। তার কারণ হচ্ছে, আমার হাতে এত সময় নেই। টিকটক করার জন্য আলাদা সাজবো, ক্যামেরার সামনে দাঁড়াবো এ সময় নেই। তবে যখন ফ্রি থাকি অথবা কোনো একটা কাজ করছি, তখন হয়ত ছোট করে একটা টিকটক করে ফেলি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।