আমি এখনও সিঙ্গেল : সৌরভ দাস

সৌরভ দাস

বিনোদন ডেস্ক : কখনো টেলিভিশন সিরিয়ালে, কখনো টিভি শো উপস্থাপনায় আবার কখনো বিজ্ঞাপনে। যেখানেই কাজ করেছেন সেখানেই পেয়েছেন দারুণ প্রশংসা। তবে এখন টালিউড সিনেমায় অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন অভিনেতা সৌরভ দাস।

সৌরভ দাস

ভিন্ন সময় ভিন্ন অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে সৌরব দাসের। সম্প্রতি টালিউড পাড়ায় গুঞ্জন শোনা যায় যে, চিত্রনায়িকা দর্শনা বণিকের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সৌরভ দাস। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন এই নায়ক। অবশেষে এই সম্পর্কের বিষয়ে মুখ খুললেন সৌরভ।

ভারতীয় সংবাদমাধ্যমে সৌরব দাস বলেন, ‘দর্শনার সঙ্গে কয়েকটি সিনেমা করেছি। আর এখানে কয়েকটি সিনেমা করলেই ধরে নেওয়া হয় যে, প্রেম করছে সেই জুটি। তবে এটা একদমই সত্যি নয়। আমি কারো সঙ্গে কোনো প্রেমের সম্পর্কে নেই। আমি সিঙ্গেল’।

১ দিনেই হবে ড্রাইভিং লাইসেন্স, পৌঁছে যাবে বাড়িতেও

অভিনয়ের পাশাপাশি ব্যবসায় মন দিয়েছেন এই টালিউড অভিনেতা। অভিনেতা সব্যসাচী চৌধুরীর সঙ্গে সল্টলেকে একটি রেস্তোরাঁ খুলেছেন।