বিনোদন ডেস্ক : প্রখ্যাত সংগীতশিল্পী, গীতিকার, সুরকার, গায়ক, সংগীত পরিচালক, সাংবাদিক, লেখক ও সাবেক সাংসদ কবীর সুমন। তিনি যেমন গানের মানুষ, তেমনি রাজনীতি সচেতনও। বৃহস্পতিবার (১৬ মার্চ) পঁচাত্তর বছর বয়সে পা দিলেন এই বরেণ্য শিল্পী।
এই বয়সেও সুর আর কবীর সুমন যেন অবিচ্ছেদ্য! বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে নিয়মিত গানের চর্চা চালিয়ে যাচ্ছেন। রেকর্ড করছেন নতুন নতুন গান। কিন্তু এই বয়সেও এতটা প্রাণ শক্তি কোথায় পান কবীর সুমন? জন্মদিন উপলক্ষে ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার এই প্রশ্নের মুখে পড়েন তিনি।
উত্তরে কবীর সুমন বলেন— ‘কাম! মুক্ত কাম! যেখানে অশ্লীলতাই সব। বয়স হয়েছে, রাতে ভালো ঘুম হয় না। কিন্তু আমি বিছানায় চূড়ান্তভাবে সক্ষম। নারীরা আমাকে সমৃদ্ধ করেছেন। নতুন ধারণা আবিষ্কার করে প্রেম করাতেই আমার এনার্জি। আঁতলামি নয়, প্রেম করতে হবে শরীর দিয়ে, ভালোবাসা দিয়ে এবং সম্মান দিয়ে। এ ছাড়া আমাদের শাস্ত্রীয় সংগীতের বিভিন্ন রাগ এবং খেয়াল আমাকে বাঁচিয়ে রাখে।’
এখনো কি কোনো স্বপ্ন আপনাকে তাড়া করে? জবাবে কবীর সুমন বলেন, ‘অবশ্যই। যেমন— আমার স্বপ্ন ছিল সিনেমা তৈরি করার। এক সময় আমি সিরিয়াসভাবে সিনেমার চর্চা করেছি। বাংলাদেশে একটা টেলিফিল্ম করেছিলাম। হয়তো আবার কোনো দিন সিনেমা করব। আরো একটা স্বপ্ন আছে, আমি নৃত্যনাট্য নিয়ে কাজ করতে চাই। খুব দ্রুত কাজ শুরু করব। রবীন্দ্রনাথের নৃত্যনাট্য নিয়ে খুব বেশি কাজ হয়নি। আর হবে বলেও মনে হয় না।’
১৯৯২ সালে ‘তোমাকে চাই’ শিরোনামের একটি গানের অ্যালবাম প্রকাশ করে শ্রোতাপ্রিয়তার শীর্ষে চলে যান কবীর সুমন। জীবনমুখী বাংলা গানের প্রবর্তক হিসেবে তাকে দুই বাংলার শ্রোতারা সাদরে গ্রহণ করেন। একসময় স্থানীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। পরে যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূলের সাংসদ নির্বাচিত হন। যদিও এখন আর রাজনীতির সঙ্গে নেই তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।