আমি অর্জুনের জীবন নষ্ট করিনি : মালাইকা

মালাইকা

বিনোদন ডেস্ক : বলিউডের চর্চিত প্রেমিকযুগল অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। তাদের এই সম্পর্ককে ঘিরে নেটিজেনদের সমালোচনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। একের পর এক বিষয় নিয়ে তোপের মুখে পড়েন আরবাজ খানের সাবেক এই ঘরনি। কারণ, তার সঙ্গে দীর্ঘ ১৭ বছরের সংসার জীবনের ইতি টেনে প্রেম করছেন তার চেয়ে ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে।

মালাইকা

আর এ নিয়ে সমালোচনার তীর যেন বার বার তার দিকেই ছুটে যায়। সম্প্রতি ফের সমালোচনার মুখে পড়েছেন এ অভিনেত্রী। তার জন্য নাকি অর্জুনের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু চরম এই সত্যটা মানতে নারাজ মাইলাইকা।

এক সাক্ষাৎকারে এই বিষয়ে মালাইকা জানান, দুর্ভাগ্যবশত আমি শুধু বৃদ্ধই, সেই সঙ্গে ছোট বয়সী একজন যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছি। বলা চলে আমার সাহস আছে কিন্তু, অনেকেই হয়তো মনে করছেন আমি ওর জীবন নষ্ট করছি। কিন্তু বিষয়টা মোটেও এমন নয় যে, আমি কোনো স্কুল ছাত্রের সঙ্গে প্রেম করছি, সে কারণে তার স্কুল কামাই করছে এবং লেখাপড়ার ক্ষতি হচ্ছে।

অভিনেত্রী আরও জানান, অর্জুন এবং আমি দুজনেই অ্যাডাল্ট। সম্পুর্ন প্রাপ্তবয়স্ক, নিজেদের জীবনের যেকোনো সিদ্ধান্ত আমরা নিজেরাই নিতে পারি। যদি একজন বয়স্ক মানুষ একজন অল্প বয়সী মেয়েকে বিয়ে করেন, তখন তিনি ভালো খেলোয়াড়। আর এর উল্টোটা ঘটলেই, সবাই বলতে শুরু করে শুধুমাত্র যৌ’ন’তা’র জন্য মহিলাটি এমন করছেন। কিন্তু কেন তখন এটাকে স্বাভাবিকভাবে নিতে পারেন না আপনারা?

বাজার কাঁপাতে এলো মাত্র ১২ হাজার টাকায় ফাইভজি স্মার্টফোন

এর আগে মালাইকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। যদিও বিষয়টি অর্জুন একেবারেই অস্বীকার করেন এবং এ সম্পর্কিত প্রশ্নে সংবাদমাধ্যমকর্মীদের ওপর ব্যাপক ক্ষিপ্ত হয়ে যান।