বিনোদন ডেস্ক : নব্বই দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী পূজা ভাট। একাধারে তিনি পরিচালক-প্রযোজকও। বাবা মহেশ ভাটের হাত ধরে বলিউডে পা রাখেন পূজা। তবে অভিনয়-নির্মাণ কোনোটাতেই এখন আর সরব নন তিনি।
‘বিগ বস ওটিটি টু’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন পূজা। গত ১৪ আগস্ট রাতে দ্বিতীয় সিজনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় অংশ নিয়ে পূজার জীবনে অনেক কিছু বদলে গেছে। এই অভিনেত্রী বলেন— ‘আমার মনে হয়, ‘বিগ বস’-এ আসার পর আমি আরও বেশি নির্ভীক, লজ্জাহীন হয়েছি। আমি আরও খোলামেলা কথা বলতে চাই, পরিপূর্ণভাবে জীবনে বাঁচতে চাই।’
বিগ বস’-এ গিয়ে মুগ্ধ হয়েছেন পূজা। তা জানিয়ে তিনি বলেন, ‘এত মানুষের ভালোবাসা পেয়ে আমি অভিভূত। আমার মনে হয়, অনেক আগে সিনেমা ছেড়ে ‘বিগ বস’-এ আসা উচিত ছিল।’
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, চূড়ান্ত আসরে বিজয়ী হওয়ার দৌড়ে ছিলেন পাঁচ টপ ফাইনালিস্ট। তারা হলেন— এলভিশ যাদব, অভিষেক মালহান, মণীষা রানী, বেবিকা ধুর্ভে এবং পূজা ভাট। এ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন এলভিশ যাদব। প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন অভিষেক মালহান। আর চতুর্থ রানার আপ হয়েছেন পূজা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।