আলোচিত মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল। শোবিজ অঙ্গনের পাশাপাশি আইনজীবী হিসেবে কাজ করছেন এই অভিনেত্রী। বিশ্ব মানের বেশ কিছু সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে এনেছেন পিয়া। তবে এখন আর কোনো সুন্দরী প্রতিযোগিতায় তাকে দেখা যায়।
‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২৫’ প্রতিযোগিতার চূড়ান্ত আসরে উপস্থিত হয়ে বিজয়ীর মুকুট পরিয়ে দেন পিয়া। এ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই অভিনেত্রী। এ আলাচারিতায় তার কাছে জানতে চাওয়া হয়, আপনি আবার কবে সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেবেন?
এ প্রশ্নের জবাবে পিয়া জান্নাতুল বলেন, “আপনারা কী ভাবেন মেয়ে মানুষের বয়স হয় না। আমি যদি এখনো ষোলো বছর, পঁচিশ বছরের মেয়েদের মতো হেঁটে বেড়াই, আমি আমার কাজটা করব না? আমার যে মেধা, পড়াশোনা করেছি সেটার প্রতিফলন ঘটাব না? আমি আজীবন বিউটি প্রেজেন্টে যাব, আজীবন হাঁটব, আমি এত বোকা মেয়ে মানুষ না।”
সাংবাদিকদের উদ্দেশে পিয়া জান্নাতুল বলেন, “আপনারা যে কাউকে মডেল বানিয়ে দেন। আমি ১৭-১৮ বছর ধরে মডেলিং করছি। আমি জিমে যাই, সেখানে কী কাপড় পরব, তা আমাকে চিন্তা করতে হয়। আবার যখন বাসায় থাকি বা কোনো সাধারণ অনুষ্ঠানে যোগ দিই, তখন একই পোশাক আমি বিশবার রিপিট করি। এটা নরমাল জীবন। এই নরমালাইজড ব্যাপারটা আপনারা করতে দেন। সবার পাবলিসিটি করা, লাইমলাইটে নিয়ে আসার তো কোনো কারণ নাই। যারা লাইমলাইটে আসার যোগ্য তাদেরকে লাইমলাইটে নিয়ে আসুন।”
পিয়া ছোটবেলায় স্বপ্ন দেখতেন ব্যারিস্টার হওয়ার। তাই পড়াশোনা করেন লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজে। ২০২২ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হন সঞ্চালক, মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল।
২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন পিয়া। এরপর কর্মজীবন শুরু করেন র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে। তিনি ফ্যাশন মডেলিংয়ের পাশাপাশি একাধিক ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেন।
২০১২ সালে ‘চোরাবালি’ চলচ্চিত্রে ‘সুজানা’ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পিয়ার আবির্ভাব ঘটে। এরপর ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘স্টোরি অব সামারা’, ‘প্রবাসী প্রেম’, ‘রোমান্স ইন আমেরিকা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।
চলচ্চিত্রে অভিনয় এবং বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় তার তারকাখ্যাতি আরো বাড়িয়ে দেয়। ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি’ শিরোপা অর্জন করেন। এছাড়া মিশরে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড টপ মডেল’ প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন পিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।