আমি চাই না আমার সন্তানেরা গান করুক : সালমা

সালমা

বিনোদন ডেস্ক : ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। সংগীতবিষয়ক এই প্রতিযোগিতায় সালমা ছিলেন সবচেয়ে কনিষ্ঠ প্রতিযোগী। কিন্তু ‘ও মোর বানিয়া বন্ধুরে একটা তাবিজ বানাইয়া দে’ গানটি গেয়ে জয় করে নেন লাখো শ্রোতার হৃদয়। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

সালমা

সালমা তার সংগীত ক্যারিয়ারে যশ-খ্যাতি যেমন পেয়েছেন, তেমনি পেয়েছেন মানুষের ভালোবাসা। সালমা গানের মানুষ হলেও তার সন্তানেরা গান করুক তা চান না তিনি। এক সাক্ষাৎকারে এমন ইচ্ছার কথাই জানিয়েছেন এই শিল্পী।

এ বিষয়ে সালমা বলেন, ‘আমি চাই না আমার সন্তানেরা গান করুক। ওদেরকে একেবারেই ইসলামিক জীবনযাপন করাতে চাই। চাই মানে চাই। জানি, আমার এই বক্তব্য নিয়ে নানাজন না মন্তব্য করবেন। কিন্তু এটা একজন মায়ের একান্ত ইচ্ছা। এই ইচ্ছার মধ্যে অন্য কিছু নেই।’

সালমার দুই কন্যা সন্তান। ভবিষ্যতে পুত্রসন্তান হলে তাকে মিজানুর রহমান আজহারী বানাতে চান। এ বিষয়ে সালমা বলেন, ‘আল্লাহ যদি আমাকে ছেলে সন্তান দেন, তবে তাকে আমি আজহারী বানাব। আমার ছেলের নামের আগে আজহারী বসুক এটা আমি চাই।’

এমন ইচ্ছার কারণ জানতে চাইলে সালমা বলেন, ‘আমি সবসময়ই স্বপ্ন দেখি, আমার স্বামীর সঙ্গে আমার ছোট্ট শিশুটি নামাজ পড়তে যাচ্ছে। আমি সবার কাছে দোয়া চাই, যাতে আমার ফুটফুটে একটি ছেলে সন্তান আল্লাহ দেন। আমি গান করেছি। কিন্তু আমি চাই, আমার ছেলে দ্বীনের প্রচার করুক। একজন মুসলমান হিসেবে এটা আমার চাওয়া হতেই পারে! একেকজনের চাওয়া একেকরকম হয়। পৃথিবীটা ক্ষণস্থায়ী, জান্নাতে গিয়ে আমি আমার পরিবারের সঙ্গে অনন্তকাল কাটাতে চাই।’

২০১১ সালে ব্যবসায়ী ও সংসদ সদস্য শিবলী সাদিককে বিয়ে করেন সালমা। ২০১২ সালের ১ জানুয়ারি তাদের সংসার আলো করে আসে একটি কন্যা সন্তান। তার নাম রাখা হয় স্নেহা। ২০১৬ সালের ২০ নভেম্বর ভেঙে যায় এ সংসার।

বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা

২০১৮ সালে ৩১ ডিসেম্বর পারিবারিকভাবে ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে সানাউল্লা নূরে সাগরকে বিয়ে করেন সালমা। ব্যারিস্টার সাগর পেশায় একজন আইনজীবী। সাগর-সালমা দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। এ সংসারে সালমার একটি কন্যা সন্তান রয়েছে।