জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামের ফুলবাড়ীতে আসাদুল ইসলাম নামে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে মারপিট করে গলায় ছুরি মেরে ৯০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ফুলবাড়ী ধরলা সেতুর ওপরে ঘটনাটি ঘটে।
শনিবার (২ নভেম্বর) ফুলবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছে আহত বিক্রয় প্রতিনিধির পরিবার।
আসাদুল ইসলাম লালমনিরহাট উপজেলার কুলাহাট ইউনিয়নের চর কুলাহাট গ্রামের মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে। বর্তমানে তিনি লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আসাদুল পপুলার ফার্মাসিটিক্যালস এর ফুলবাড়ী উপজেলা বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সারাদিন উপজেলা সদরসহ কয়েকটি এলাকার ফার্মেসি থেকে ওষুধের অর্ডার ও পাওনা টাকা উত্তোলন শেষে ফুলবাড়ী অটোরিকশা স্ট্যান্ডে গেলে এক অটোরিকশা চালক তার তিন যাত্রী আছে তিনি গেলে চলে যাবেন বলে জানালে তিনি অটোর পেছনের সিটে বসেন।
অটোরিকশাটি ফুলবাড়ী ধরলা সেতুর মাঝ বরাবর গিয়ে অপর তিন যাত্রীসহ চালক আসাদুল ইসলামকে মারধর করে সঙ্গে যা আছে সব বের করতে বলেন। টাকা বের না করায় গলায় ছুরি দিয়ে আঘাত করলে গলা কেটে যায় আসাদুল। পরে তার কাছে থাকা ৯০ হাজার টাকা নিয়ে চলে যান ছিনতাইকারীরা।
পরে বিষয়টি মুঠোফোনে স্ত্রীকে জানান আসাদুল। খবর পেয়ে পরিবারের লোকজন এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত আসাদুলের স্ত্রী আসমা খাতুন বলেন, গলা কেটে যাওয়ার কারণে আমার স্বামী ঠিক করে কথা বলতে পারছে না। থানায় অভিযোগ করা হয়েছে।
আসাদুল ইসলাম জানান, অটোরিকশাটি সেতুর মাঝখানে এসে থামায়। আমি বুঝে ওঠার আগে আমাকে মারধর শুরু করে। আশপাশে কোনো লোকজন ছিল না। আমি চিৎকার করতে গেলে একজন আমার মুখ চেপে ধরে। অটোচালকও সিন্ডিকেটের লোক বুঝতে পারিনি।
আল্লু অর্জুন থেকে সামান্থা এই তারকাদের বিদ্যার দৌড় জানলে অবাক হবেন
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, আমরা অভিযোগটি পেয়েছি। অভিযুক্তদের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।