আমি হেরে যাইনি : রাখি সাওয়ান্ত

রাখি সাওয়ান্ত

বিনোদন ডেস্ক : ফের বিয়ে করে সুখী দাম্পত্যের কথা জানিয়েছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের প্রাক্তন স্বামী আদিল খান দুরানি। আর তা দেখেই গর্জে উঠলেন রাখি।

রাখি সাওয়ান্ত

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে রাখি জানালেন, আমি নিজেকে নিয়ে গর্বিত। আমি সবরকম যন্ত্রণা, পারিবারিক সমস্যা, বিশ্বাস, হার্টব্রেক, নিরাপত্তাহীনতা, বিষন্নতা ইত্যাদির মধ্য দিয়ে যাচ্ছি। আমি এইসবের সঙ্গে লড়াই করেছি। কিন্তু আমি হেরে যাইনি।

গত বছর জুলাই মাসে আদিলকে বিয়ে করেন রাখি সাওয়ান্ত। আদিলের সঙ্গে সংসার শুরু করার জন্য মুসলিম ধর্মও গ্রহণ করেন রাখি। কিন্তু বছর ঘোরার আগেই আদিল ও রাখির সংসারে অশান্তি শুরু হয়। এমনকী, খবর রয়েছে আদিলের সঙ্গে নাকি রাখির বিবাহ বিচ্ছেদও হয়নি।

ফেসবুক পেজের সঙ্গে ইনস্টাগ্রাম কানেক্ট করার নিয়ম

এর আগে রাখি আদিলের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন। জানান, তার জন্য নয়, নিজের ইরানি প্রেমিকার জন্যই ছ’মাস জেলে ছিলেন আদিল। রাখির অভিযোগ, ভায়াগ্রা জাতীয় ওষুধ খায় আদিল। যার প্রভাব চার ঘণ্টা পর্যন্ত থাকে। পুলিশও সেই ওষুধ পেয়েছে। ওষুধ খাওয়ার পর আদিলের অত্যাচার শুরু হতো।