বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার ‘পাওয়ার স্টার’খ্যাত অভিনেতা পবন কল্যাণ। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় তিনি। জন সেনা দলের প্রধান এই অভিনেতা।
রাজনীতিতে সক্রিয় থাকলেও অভিনয় থেকে দূরে সরেননি পবন। বরং নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। কিন্তু মজার বিষয় হলো কখনো নায়ক হতে চাননি এই শক্তিশালী অভিনেতা। তার পরবর্তী সিনেমার প্রি-রিলিজ অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
পবণ কল্যাণের চলচ্চিত্র ক্যারিয়ারে স্ত্রীর পাশাপাশি তার ভাবি সুরেখার (চিরঞ্জীবীর স্ত্রী) অনেক ভূমিকা রয়েছে। এ তথ্য উল্লেখ করে পবন কল্যাণ বলেন, ‘আমি কখনো নায়ক হতে চাইনি। আমি কৃষি কাজ করে সময় কাটাতে চেয়েছি। কিন্তু আমার স্ত্রী আমাকে বিশ্বাস করে উৎসাহ দিয়েছিলেন।’
চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে ভালোবাসেন পবন কল্যাণ। এ বিষয়ে তিনি বলেন— ‘আমি এনটিআর, রাম চরণের মতো নাচতে পারি না। আমি প্রভাসের মতো শক্তিশালী চরিত্রে অভিনয় করতে পারি না। প্রভাস-রানার মতো বছরের পর বছর সময় আমি ফিল্মের জন্য দিতে পারি না। কিন্তু আমি চলচ্চিত্র এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে ভালোবাসি, যা ওদের চেয়ে কম নয়।’
পবন কল্যাণ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভীমলা নায়ক’। গত বছরের ২৫ ফেব্রুয়ারি মুক্তি পায় এটি। সাগর কে চন্দ্র পরিচালিত এ সিনেমা মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। মালায়ালাম ভাষার ব্লকবাস্টার ‘আয়াপানুম কোশিয়ুম’ সিনেমার রিমেক ‘ভীমলা নায়ক’। এর চিত্রনাট্য রচনা করেন ত্রিবিক্রম শ্রীনিবাস। এ ছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন— রানা দাগ্গুবতি, নিথিয়া মেনন, মুরালি শর্মা, রঘু বাবু প্রমুখ।
বর্তমানে পবন কল্যাণের হাতে রয়েছে ‘হরি হারা বীরা মালু’ সিনেমার কাজ। কৃষ পরিচালিত এ সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন ২৮ বছর বয়সী অভিনেত্রী নিধি আগরওয়াল। তা ছাড়াও ‘ওস্তান ভগত সিং’, ‘ওজি’ এবং ‘ব্রো’ সিনেমার কাজ তার হাতে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।