বিনোদন ডেস্ক : কয়েক মাস আড়ালে থাকার পর কিছুদিন আগে ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু জানান, মায়োসাইটিস নামে এক জটিল রোগে ভুগছেন তিনি। গত তিন মাস ধরে এই রোগের সঙ্গে লড়াই করছেন। তবে তার অসুস্থতা নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন এই অভিনেত্রী। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।
সামান্থা রুথ প্রভু বলেন, ‘এর আগেও বলেছি, আমি কিছু ভালো ও খারাপ সময় পার করেছি। এমন কিছু সময় পার করেছি, যখন বিছানা থেকে ওঠাও আমার জন্য কঠিন ছিল। আমি আরো কিছু সময় লড়াই করতে চাই। এই লড়াইয়ের তিন মাস কেটে গেছে। পরিষ্কার করে বলতে চাই, আমি খুব শিগগির মারা যাচ্ছি না। আমি বেশ কিছু আর্টিকেল দেখেছি, যেখানে বলা হয়েছে আমার জীবন বিপন্ন। না, এটা ঠিক না। আমি সবসময়ই একজন যোদ্ধা ছিলাম এবং আমি লড়ব।’
সুস্থ হয়ে ওঠার এই সময়টা কীভাবে পার করছেন? জবাবে সামান্থা বলেন, ‘এই সময়টাকে উৎপাদনশীলভাবে ব্যবহার করছি। উচ্চ মাত্রার ঔষধ সেবন ও ডাক্তারের কাছে যাওয়ার দিন শেষই হচ্ছিল না। এই দিনগুলো অন্ধকারাচ্ছন্ন ও খুবই কঠিন ছিল। আপনি প্রতিটি দিন সঠিকভাবে ব্যবহার নাই করতে পারেন। কিছু সময় ব্যর্থ হওয়া ভালো, আপনার সব সময় ভালো নাই যেতে পারে; কখনো কখনো আপনি অসুস্থও হতে পারেন।’
ফুলশয্যা রাতে খাট ভেঙে ঐশ্বর্যার হাতে থাপ্পড় খেয়েছিলেন অভিষেক
সামান্থার পরবর্তী সিনেমা ‘যশোধা’। সুপারন্যাচারাল-থ্রিলার ঘরানার এ সিনেমা আগামী ১১ নভেম্বর কয়েকটি ভাষায় মুক্তি পাবে। শিবা নির্বাণ পরিচালিত ‘কুশি’ সিনেমায় দেখা যাবে সামান্থাকে। কিন্তু তার অসুস্থতার কারণে বন্ধ আছে সিনেমাটির দৃশ্যধারণের কাজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।