বিনোদন ডেস্ক : বর্তমানে বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের একজন তিনি। নায়িকা কেন্দ্রিক চলচ্চিত্রের জন্য অন্যতম শক্তিশালী একজন অভিনেত্রী হিসেবে খ্যাতি রয়েছে তার। একের পর এক হিট চলচ্চিত্র দিয়ে নিজের জায়গা করে নিয়েছেন মুম্বাইয়ের গ্ল্যামার জগতে। ভক্তদের কাছেও তিনি সমান জনপ্রিয়।
তবে মজার বিষয় হলো, বেশিরভাগ ভক্তই মনে করেন বিদ্যা বালান একজন বাঙালি অভিনেত্রী। কিন্তু তিনি জন্মগতভাবে একজন দক্ষিণ ভারতীয়! মুলত ক্যারিয়ারের শুরুটা বাংলা চলচ্চিত্র দিয়েই হয়েছিল বিদ্যার। কলকাতার ‘ভালো থেকো’ সিনেমার মাধ্যমে পর্দায় অভিষেক হয় তার। এরপর ২০০৫ সালে তিনি বলিউডে পা রাখেন, সেটিও শরৎচন্দ্রের ‘পরিণীতা’ গল্পের প্রেক্ষাপটে তৈরি একই নামের চলচ্চিত্র দিয়ে।
ফলে সেখানেও তাকে বাঙালির চরিত্রে দেখা গেছে। এছাড়া তার ক্যারিয়ারের অন্যতম সুপারহিট চলচ্চিত্র ‘কাহানি’ মুলত কলকাতার প্রেক্ষাপটেই নির্মিত। ফলে একাধিক বাঙালি চরিত্রে অভিনয় করার ফলে তাকে অনেকেই বাঙালি বলে ভুল করেন। এছাড়াও বেশভূষায় তিনি বাঙালি ধরনেরই। নিয়মিত শাড়িতেই দেখা যায় অভিনেত্রীকে। তবে বম্বে জার্নিকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, আজও তাকে অনেকেই বাঙালি মনে করেন যেখানে তিনি আদতে একজন দক্ষিণ ভারতীয়!
সাক্ষাৎকারে বিদ্যা বলেন, “অধিকাংশ লোকজন আমায় বাঙালি মনে করেন। তারা আমার সঙ্গে বাংলাতেই কথা বলেন। আমি বাংলা ভাষাটা জানি বলে বলতে বা বুঝতে পারি। কিন্তু আমার পরিবার মাঝে মধ্যে হতবাক হয়ে যায় গোটা বিষয়টা দেখে।
আমাকে কেউ ভিদ্যা বললে আমি তাদের বিদ্যা দিদি বলতে বলি।” সাক্ষাৎকারে সঞ্চালক বিদ্যার সঙ্গে ঠাট্রা করে বাংলায় কথা বললে অভিনেত্রী সেই কথার উত্তর বাংলাতেই দেন। তিনি বলেন, ‘আমি মন থেকে বাঙালি।’
সম্প্রতি মুক্তি পেয়েছে বিদ্যার আসন্ন চলচ্চিত্র ‘নিয়ত’। সিনেমাটি মুক্তির পর থেকেই বেশ প্রংশসা পেয়েছে দর্শকমহলে। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন বিদ্যা বালান। আরো রয়েছেন রাম কাপুর, শাহানা গোস্বামী, রাহুল বোসের মতো অভিনেতারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।