বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কণ্ঠশিল্পী আতিয়া আনিসা। ‘পায়ের ছাপ’ সিনেমার ‘এই শহরের পথে পথে’ গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এর শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার জিতেছেন আতিয়া আক্তার আনিসা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে পুরস্কার বিজয়ীদের ঘোষণা করে এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
পুরষ্কার পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এক পোস্টে আনিসা লেখেন, ‘আলহাদুলিল্লাহ’। মহান আল্লাহর অশেষ রহমতে আম্মু- আব্বুর দোয়া, এবং আপনাদের সবার অসীম ভালোবাসায় আমি ‘পায়ের ছাপ’ সিনেমার ‘এই শহরের পথে পথে” গানটির জন্য ২০২২ সালের শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলিচ্চত্র পুরস্কারের জন্য মনোনীত হয়েছি। এই ছোট্ট জীবনে রাষ্ট্রীয়ভাবে এত বড় এবং উচ্চ সম্মানের এই সম্মাননাটি পেয়ে আমি অনেক আনন্দিত।’
এছাড়া পুরষ্কার পাওয়ার খবর শোনার পর সংবাদ মাধ্যমকে অনুভুতি প্রকাশ করে গায়িকা বলেন, ‘আমি তো এখনও বিশ্বাসই করতে পারছি না যে এতো তাড়াতাড়ি এত বড় রাষ্ট্রীয় সম্মান পেয়ে যাব। খবরটা শোনার পর আমি অনেক্ষণ স্তব্ধ হয়েছিলাম।’
আতিয়া আনিসা বলেন, ‘এটা আমার জন্য অনেক বেশি আনন্দের। আমার বাবা-মা সবাই ভীষণ খুশি। আমি যখন মেরিল প্রথম আলোর অ্যাওয়ার্ড নিতে গিয়েছিলাম সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আমার বাবা বলেছিলেন আমি নাকি জাতীয় পর্যায়ে পুরস্কার পাব। আমার বিশ্বাস না হলেও বাবার কথাই অবশেষে সত্যি হলো। গানটির সঙ্গে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা এবং জুরি বোর্ডের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। সবার কাছে অনেক দোয়া চাই যেন অনেকদূর যেতে পারি।’
আতিয়া আক্তার আনিসা ছাড়াও এবার শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার যুগ্মভাবে পেয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ‘পরাণ’। প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন চঞ্চল চৌধুরী। ‘হাওয়া’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। আর প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু। যথাক্রমে বিউটি সার্কাস ও শিমু ছবির জন্য তারা এ পুরস্কার পেয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।