‘আমি পূজা ও মহেশ ভাটের মেয়ে’, আলিয়ার মন্তব্যে তোলপাড়

আলিয়া ও মহেশ

বিনোদন ডেস্ক : নানা কারণে সামাজিক যোগাযোগ-মাধ্যমে আলোচনা এবং সমালোচনায় থাকেন মহেশকন্যা আলিয়া ভাট। সম্প্রতি করণ জোহরের শো ‘কফি উইথ করণ’-এ এসে তার সাধারণ জ্ঞানের এমন বহর দেখিয়ে দিলেন, যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে বলিপাড়ায়।

আলিয়া ও মহেশ

এদিকে ‘কফি উইথ করণ’-এ যে বোমা ফাটিয়েছেন রণবীর-ঘরনি তা নিয়ে বেশ আলোচনায় রয়েছেন তিনি। শো-তে করণ জোহর আলিয়াকে নিজের সম্পর্কে সব চেয়ে অদ্ভুত গুঞ্জন শোনার কথা জিজ্ঞেস করলে, প্রশ্নের উত্তর দিতে একটুও সময় ব্যয় করেননি আলিয়া। সাবলীলভাবে বলে উঠেছিলেন যে, ‘আমি মহেশ ও পূজা ভাটের মেয়ে।’

এছাড়া আরও একবার এ প্রসঙ্গে কথা বলেছিলেন আলিয়া। একটি ছবির প্রচারে গিয়ে তিনি বলেন, ‘আমার বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছিল। আমি বলেছিলাম, শৈশবে এই সিদ্ধান্তের কোনও প্রভাব আমার উপর পড়েনি। হয়তো আমি সেটাকে কোনও গুরুত্ব দিইনি। তারপর দেখি লেখা হয়েছে, আমি পূজা ভাট এবং মহেশ ভাটের মেয়ে। ব্যাপারটা খুবই হাস্যকর। যিনি এটি লিখেছেন, তার মানসিক ডাক্তার দেখানো উচিত। সেই ব্যক্তির জন্য আমার কষ্ট হয়।’

যে কারণে পুলিশের দ্বারস্থ হলেন সালমান খান

এদিকে অতীতে এক সাক্ষাৎকারে মহেশ বলেছিলেন, ‘পূজা আমার মেয়ে না হলে ওকে বিয়ে করতাম। শুধু তাই নয়। একটি পত্রিকার জন্য পূজার ঠোঁটে ঠোঁট রেখেও ছবি তোলেন পরিচালক। এর পর থেকেই নানা গুঞ্জন ছড়ায় তাদের নিয়ে। তবে আলিয়া এসব বিষয় কখনোই কানে তোলেননি। বরং অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে প্রতিনিয়তই সিনে-পর্দায় প্রমাণ করে গেছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস