আমি শাকিবকে বিয়ে করিনি : পূজা চেরি

শাকিব ও পূজা চেরি

বিনোদন ডেস্ক : কিছু দিন ধরে শাকিব-বুবলী ইস্যুতে আলোচনায় উঠে এসেছে হালের দর্শকপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির নামও। এ নিয়ে পূজার নীরবতায় অনেকেই দুইয়ে-দুইয়ে চার মেলাতে শুরু করেন। এরপরও নীরব ছিলেন পূজা চেরি। হঠাৎ করে মঙ্গলবার দুপুরে ছড়িয়ে পড়ে গত ২২ সেপ্টেম্বর পূজাকে বিয়ে করেছেন শাকিব খান!

শাকিব ও পূজা চেরি

পূজা মুসলিম ধর্ম গ্রহণ করেই নাকি শাকিবকে বিয়ে করেছেন! যা নিয়ে সামাজিক মাধ্যমেও হইচই লেগে গেছে। এ বিষয়ে পূজা বলেন, আমি শাকিবকে বিয়ে করিনি। যারা এসব বলছেন তারা আগে প্রমাণ দিক। প্রমাণ ছাড়া কেন এসব কথা বলছে? আমি নিজেও বুঝতে পারছি না, কেন এসব কথা আসছে। বিষয়টি নিয়ে আমিও খুব বিরক্ত।

বিউটি পার্লারে যেয়ে অর্ধেক বয়স কমিয়ে যুবতী হয়ে আসলেন রানু মণ্ডল

আমি কাজের মধ্যে ডুবে থাকতে চাই। এখন শুটিংয়ে আছি। এখন আমি কাজ ছাড়া কিছুই চিন্তা করছি না। আগে যখন অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরে এমন খবর এসেছিল তখন তারাও বিষয়টি কৌশলে এড়িয়ে গুজব দাবি করেছিলেন। পরবর্তীতে তার সত্যতা পাওয়া গেছে। সে পথেই কি হাঁটছেন তিনি? পূজার ভাষ্য, এসব সত্য নয়।