ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা সম্প্রতি এক টক শো-তে পিতামাতা হিসেবে দায়িত্ব পালন এবং বর্তমানে তার সিঙ্গেল মাদার হিসেবে জীবনযাপন প্রসঙ্গে খোলামেলা আলোচনা করেছেন। তার একক ইউটিউব অনুষ্ঠান ‘সার্ভিং ইট আপ উইথ সানিয়া’-তে তিনি তার বন্ধু এবং বলিউড পরিচালক ফারাহ খানের সাথে আলাপ করেন।

পর্বটিতে তারা বিবাহের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেন এবং কীভাবে এমন সিদ্ধান্ত নেওয়া যায় যা সকলের জন্য সেরা হয়। এই আলোচনাটির সূত্রপাত হয় ঘটে যখন ফারাহ পিতামাতার বিচ্ছেদের প্রভাব নিয়ে আলোচনা করেন।
সানিয়া বলেন, ‘একজন শিশু যে কোনোভাবেই প্রভাবিত হবে। তাই আপনাকে বুঝতে হবে এবং এমন একটি পরিস্থিতি বেছে নিতে হবে যা তার ভালো। কারণ যদি একটি শিশু দুটি অসুখী মানুষকে দেখে, তখন চিন্তার প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘একটি শিশু বুঝে যায়, এমনকি যদি পিতামাতা সুখের অভিনয়ও করে।’
এ সময় ফারাহ মন্তব্য করেন, ‘একজন সিঙ্গেল মাদার হওয়ার চেয়ে কঠিন কিছু নেই’ এবং সানিয়া কীভাবে একাই তার সন্তানের পিতামাতার দায়িত্ব পালন করেন সেটির প্রশংসা করেন।
ফারাহ সানিয়াকে তার জীবনের উত্থান-পতন গুলোর মধ্যে সবসময় প্রশংসা করেছেন। সানিয়াও বলেছেন যে তিনি সবসময় ফারাহর পাশে থাকার জন্য কৃতজ্ঞ।
তিনি একটি বিশেষ মুহূর্তের কথা স্মরণ করেন, যখন সানিয়া তার জীবনের সবচেয়ে কঠিনতম সময় পার করছিল। ফারাহ তার সেটে এসে তখন তাকে সমর্থন দেন। সানিয়ার ভাষ্য, ‘আমি সেই সময় কাঁপছিলাম। যদি ফারাহ আমাকে না এসে বলতেন, তবে আমি কখনই তা করতাম না, আমি চলে যেতাম।’
পাকিস্তানের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে ১২ বছরের সংসার ছিল সানিয়ার। সে ঘরে তার একটি ছেলে সন্তানও আছে। বিচ্ছেদের পর ছেলে ইঝান মির্জা মালিক বেশিরভাগ সময় সানিয়ার কাছেই থাকে। বর্তমানে শোয়েব পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



