বিনোদন ডেস্ক : কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে নিয়ে কম কথা হয় না। আছে নেতিবাচক ও ইতিবাচক—সব প্রসঙ্গই। সৃজিত ও মিথিলার সম্পর্ক নিয়ে নানা লোকে নানা কথা বলে। বলে, তাদের মধ্যে চলছে ঝামেলা!
কিন্তু ঘটনা কি আসলেই সত্যি? বিষয়গুলো নিয়ে মিথিলা মুখ খুলেছেন। একেই তাঁর কলকাতার বাড়িতে নতুন সদস্য এসেছে। তবে, বাড়িতে গিয়ে মিথিলা যা দেখেছেন তাঁর জন্য মোটেই তিনি প্রস্তুত ছিলেন না। কেন?
অভিনেত্রীর কথায়, ‘সৃজিত আমায় চমকে দিতে ফেল করে না। কিন্তু, আমি উলুপির কথা জানতাম। এখানে এসে দেখলাম, ওর তিনটে বড় পাইথন আছে। সত্যি বলতে গেলে আমি কোনোদিন সাপের ভক্ত না। তাই আমি জানি না, যে গোটা বিষয়টায় আমি ঠিক কী অনুভব করব। কিন্তু আমি সৃজিতকে বাধা দিইনি।’
এখানেই শেষ না। সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী হয়েই বেশ ভুগেছেন তিনি। সৃজিতের বউ, একথা তাঁকে বহুবার শুনতে হয়েছে। তাতেই আপত্তি মিথিলার! তিনি বলেন, ‘ওকে কেউ বিবাহিত জীবন নিয়ে প্রশ্ন করে না। কিন্তু আমায় করে। বাংলাদেশেও সবাই সৃজিতকে চেনে ভারতের পরিচালক হিসেবে। আর আমায় ওর বউ হিসেবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। আমি অভিনেত্রী, অভিনয় করি, পিএইচডি করছি! এগুলো কি আমার নিজের পরিচয় হওয়ার জন্য যথেষ্ট নয়?’
প্রসঙ্গত, ‘দশম অবতার’র পর ‘অতিউত্তম’ ছবির মাধ্যমেই আবার সিলভার স্ক্রিনে ফিরেছেন সৃজিত মুখোপাধ্যায়। মহানায়ক উত্তম কুমারকে দীর্ঘ ৪২ বছর পর আবারও পর্দায় ফিরিয়ে এনেছেন। তাতেও বেশ বাহবা পাচ্ছেন তিনি। অন্যদিকে ঈদে আসছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ও মিথিলা অভিনীত ‘কাজলরেখা’।
সূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।