ভিন্ন এক সময় পার করছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। মাঠে পারফরম্যান্স, চোট, ব্যক্তিগত জীবন সব মিলিয়ে এখন বেশ কঠিন সময় যাচ্ছে ১৮ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গারের। সর্বশেষ প্রেমিকার সঙ্গে সম্পর্কচ্ছেদ করায় নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

স্পেনের গণমাধ্যমের খবর অনুযায়ী, আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের সঙ্গে তিন মাসের সম্পর্কের ইতি টেনেছেন ইয়ামাল। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। স্প্যানিশ সংবাদমাধ্যম আরটিভিই কাতালুনিয়া-এর সাংবাদিক জাভিয়ার দে হোয়োসকে ইয়ামাল বলেন, আমরা (আমি ও নিকি) এখন আর একসঙ্গে নেই। এটি কোনো অবৈধ সম্পর্কের কারণে হয়নি। আমরা কেবল আলাদা হয়ে গিয়েছি, বিষয়টি এখানেই শেষ। যা কিছু বাইরে আসছে, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমি কখনো বিশ্বাসঘাতকতা করিনি বা কারও সঙ্গে কিছু করছি না।
সম্প্রতি ইতালির মিলানে এক পার্টিতে ইয়ামালকে দেখা গেছে ইতালীয় ইনফ্লুয়েন্সার আনা জেগনোসোর সঙ্গে। এরপরই নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জন ছড়ালেও ইয়ামাল তা অস্বীকার করেছেন।
মাঠের বাইরের এমন ঘটনাগুলো যখন আলোচনার কেন্দ্রে, তখন মাঠেও ইয়ামালকে দেখা যাচ্ছে না আগের মতো ছন্দে। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তে জানিয়েছে, পিউবালজিয়া নামের চোটে ভুগছেন তিনি, যা তার পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
তরুণ বয়সেই বার্সেলোনা ও স্পেন দলে নিয়মিত জায়গা করে নেওয়া ইয়ামালের জন্য এটি নিঃসন্দেহে কঠিন সময়। সমর্থকেরা এখন অপেক্ষা করছেন, কবে ফিরবেন আগের মতো ফর্মে এই প্রতিশ্রুতিশীল তারকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



