বিনোদন ডেস্ক : “দুই-তিনমাস আগে স্বপ্নে ‘শেষমেষ’ নাটকের গল্পের মূল দুই লাইন দেখেছিলাম। ছোট্ট সেই স্বপ্নটি এমন ছিল যে, শুটিং করছিলাম। সেখানে মনিরা মিঠু আপা হচ্ছে পলাশের মা। মা স্ট্রোক করায় পলাশ দিশেহারা হয়ে পড়ে। পরদিন মনে হয়, স্বপ্নে দেখা গল্পের এই দুই লাইন থেকে একটি কনটেন্ট বানাবো। পরবর্তীতে ‘শেষমেষ’ গল্পে আরও চরিত্র এনে সিরিয়াস ইমোশনের মধ্যে বিভিন্ন এন্টারটেইনিং স্টোরি লেয়ার সাজাই।”
কথাগুলো বলছিলেন ছোটপর্দার তারকা নির্মাতা কাজল আরেফিন অমি। যিনি অসংখ্য ফান কমেডি গল্পের নাটকের নির্মাতা। চ্যানেল আই অনলাইনের সাথে আলাপে ঈদুল ফিতরের সর্বাধিক আলোচিত ও দর্শকনন্দিত নাটক ‘শেষমেষ’ নির্মাণের প্রাথমিক প্রেক্ষাপট প্রসঙ্গে এমন মন্তব্য করেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই নির্মাতা।
এবার ঈদে মা ও সন্তানের সিরিয়াস ইমোশনাল গল্পে ‘শেষমেষ’ নাটক বানিয়ে সর্বমহলে প্রশংসিত হয়েছেন কাজল আরেফিন অমি। তার ভাষ্য, এমন ইমোশনাল গল্প বানাতে কিছুটা কনফিউজড ছিলাম। তবে দর্শক যেভাবে কাজটি থেকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন এটা প্রত্যাশার চেয়ে হাজারগুণ বেশি। সবার কাছ থেকে খুব দারুণ রেসপন্স পাচ্ছি।
ঈদে চ্যানেল আই-তে প্রচারের পর ‘শেষমেষ’ ইউটিউবে উন্মুক্ত হয়। ৫ ঘণ্টার মধ্যে মিলিয়ন ভিউ অতিক্রম করে এবং ৭ দিনে কোটি ভিউস ছাড়ায়। ইউটিউবে বর্তমানে নাটকটি দেখেছে এক কোটি ২০ লাখের বেশি দর্শক! হাজার হাজার মন্তব্যে দর্শকরা বলছেন, তারা নাটকটি দেখে কেঁদেছেন।
পরিচালকের কথা, এ নাটক দেখে যত মানুষ আমাকে ফোন করেছেন তারা বলেছেন ‘শেষমেষ’ তাদের কাঁদিয়েছে। আমি সবসময় চাই দর্শক আমার যে কাজটি দেখুক না কেন তাদের যেন ভালো লাগে। হোক সেটা হাসিয়ে বা কাঁদিয়ে। যাদের কাছে ভালো লাগে না, চেষ্টা করি পরের কাজটি যেন তারা পছন্দ করেন। আমি সবসময় আপনাদের কাছে লয়াল থাকতে চাই এবং সেটাই করি।
অমি বলেন, স্বপ্ন থেকে গল্পের প্লট নিয়ে কন্টেন্ট নির্মাণ করা আমার প্রথম অভিজ্ঞতা ‘শেষমেষ’ দিয়ে। স্বপ্নে দেখার বিষয়টি প্রযোজক মুন্না ভাইকে (আকবর হায়দার মুন্না) জানাই। উনি শুনে এই গল্প ফিকশন বানাতে উৎসাহিত করেন। ওটিটিতে ‘অসময়’ নির্মাণ করে এমন রেসপন্স পেয়েছিলাম। ইউটিউবে ‘শেষমেষ’ প্রচারের পর একই অবস্থা হয়েছে।
মনিরা মিঠু, জিয়াউল হক পলাশ ছাড়াও ‘শেষমেষ’ নাটকে আরও অভিনয় করেছেন পারসা ইভানা, পাভেল, শিমুল শর্মা, জিল্লুর রহমান, অনিক প্রমুখ। এর চিত্রনাট্য করেন পরিচালক অমি, ডিওপি ছিলেন রাজু রাজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।