জুমবাংলা ডেস্ক : কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এমপি (সংসদ সদস্য) প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে মুফতি আমীর হামজার নাম।
শনিবার (২৫ মে) বিকালে কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস এবং অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন।
জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে মোবারক হোসেন বলেন, আলহামদুলিল্লাহ, এই আসনের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩০০ আসনের প্রায় অধিকাংশ আসনের প্রার্থী ঘোষণা সম্পন্ন করেছে।
তিনি আরও বলেন, একটি নিরপেক্ষ সংস্কার ও বিচার প্রক্রিয়ার অগ্রগতি ছাড়া জামায়াতে ইসলামী কোনো নির্বাচন মেনে নেবে না। ২০১৮ বা ২০২৪ সালের মতো প্রহসনের নির্বাচন আর দেখতে চাই না। আমাদের প্রধান দাবি হলো একটি নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে যেন আগামী নির্বাচন সম্পন্ন হয়।
জামায়াতের প্রার্থী হিসেবে মনোনীত মুফতি আমীর হামজাকে নিয়ে মোবারক হোসেন বলেন, আমরা যাকে প্রার্থী করেছি, তিনি শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও একজন পরিচিত মুখ। তাই আমাদের ধারণা, জনগণের কাছে গিয়ে তাঁর পক্ষে কথা বলা সহজ হবে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাঁকে গ্রহণ করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক, ইসলামী ছাত্রশিবিরের কুষ্টিয়া শহর সভাপতি সেলিম রেজা, জেলা সভাপতি খাজা আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী মাহবুব-উল আলম হানিফ। তিনি নৌকা প্রতীক নিয়ে এ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।