আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান তথা বিশ্বের অন্যতম সেরা ব্যাটার জাভেদ মিয়াঁদাদ। একসময় ব্যাট হাতে প্রতিপক্ষ ক্রিকেটার-সমর্থকদের অনেক হতাশা উপহার দিয়েছেন তিনি। আর ভারতীয় বলিউড অভিনেতা আমির খানের বিয়ের আনন্দই তো মাটি করে দিয়েছিলেন মিয়াঁদাদ!
সম্প্রতি আমির খান নিজের প্রথম বিয়ে নিয়ে এক মজার এবং অজানা গল্প শেয়ার করেছেন। পাকিস্তান-ভারতের হাইভোল্টেজ ম্যাচ ছিল ওই বিয়ের দিন। তবে ম্যাচে ভারত সুবিধাজনক স্থানে থাকলেও শেষ বলে ছক্কা মেরে পাকিস্তানকে জিতিয়ে দেন মিয়াঁদাদ। ফলে ফিকে হয়ে যায় আমিরের বিয়ের আনন্দ।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, আমির প্রথম বিয়ে করেছিলেন রীনা দত্তকে। তখন ‘মি. পারফেকশনিস্ট’-এর বয়স মাত্র ২১। কিন্তু রীনার বাবা-মা তাদের এই বিয়েতে রাজি ছিলেন না। তাই দুজনে চুপিচুপিই বিয়ে সেরে ফেলেন তারা। আমির বলেন, ‘আমরা ভেবেছিলাম বাড়ি ফিরে সবাই জিজ্ঞেস করবে, কোথায় ছিলে এতক্ষণ? কিন্তু সবাই তো ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এমন ব্যস্ত যে কেউ খেয়ালই করেনি আমরা বাড়িতে নেই!’
মিয়াদাদের ছক্কায় পরে ভাঙে বিয়ের সেই উত্তেজনা। আমির জানান, যেদিন তাদের বিয়ে হয়, সেদিনই ভারত-পাকিস্তানের মধ্যে এক ঐতিহাসিক ম্যাচ চলছিল। ভারত জয়ের একদম কাছাকাছি ছিল। কিন্তু শেষ বলে জাভেদ মিয়াঁদাদ ছক্কা মেরে ভারতের হাত থেকে জয় ছিনিয়ে নেন। আমির বলেন, ‘আমিও সবার সঙ্গে ম্যাচ দেখছিলাম। আর যখন মিয়াঁদাদ শেষ বলে ছক্কা মারলেন, আমার সব আনন্দ চলে গেল। একদম ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। বিয়ের দিন ছিল, কিন্তু সেই ছয়টা সব কিছু উলটে-পালটে দিল।’
মিয়াঁদাদকে পরে জানান অভিযোগও
বিয়ের আনন্দ মাটি করার এই ঘটনা পরে মিয়াঁদাদের কাছেও জানিয়েছিলেন আমির। আমিরের ভাষ্য, ‘অনেক বছর পর বিমানে মিয়াঁদাদের সঙ্গে দেখা হয়। আমি মজা করেই বলেছিলাম, ‘‘জাভেদ ভাই, ঠিক করেননি আপনি! আমার বিয়েটা একেবারে শেষ করে দিলেন!’”
প্রসঙ্গত, ২০১২ সালে রীনা দত্তর সঙ্গে বিচ্ছেদ হয় আমিরের। পরে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে তার সঙ্গেও বিচ্ছেদ হয় আমিরের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।